নামের আদ্যক্ষর কি বলে আপনার সম্পর্কে?




নামের শুরুতে  A থাকলে :নামের শুরুতে Aথাকলে সেই ব্যক্তি সাহসী ও আত্মবিশ্বাসী হন, যেকোনও কাজে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে এঁরা অগ্রণী ভূমিকা পালন করেন।তাই উদ্ভাবনী সম্পর্কীয় বহু বিষয়েই এঁরা মূল হোথা হয়ে ওঠেন। তবে এঁদের চরিত্র একদম জলের মতো। যখন যেপাত্রে ঢাল হবে, সে সেই পাত্রেরই আকার ধারণ করবেন। তবে এঁরা খুবই সাহসী মানসিকতার লোক হন।সহজে এঁদের কেউ দমাতে পারেন না।এঁরা পেশাগতভাবে সাধারণত, শিক্ষক ,উদ্যোপতি, গবেষক হয়ে থাকেন।পরিস্থিতি অনুকূলে থাকলে রাজনৈতিক নেতা হিসাবে সাফল্যও পেয়ে থাকেন এঁরা। কারণ এঁদের রাজনৈতিক বুদ্ধি খুবই প্রখর হয়। তবে এঁরা বিশেষ বিশেষ ক্ষেত্রে একটু সমালোচক হয়ে ওঠেন।অনেক সময়ে অন্যকে দাবিয়ে রাখতে তাঁদের খুঁত বার করেন এঁরা। যাতে নিজেদের অবস্থান ঠিক থাকে সেজন্যই একাজ করেন A আদ্যাক্ষরের মানুষরা ,এরা খুব অ্যাডভেঞ্চার প্রিয় এবং নানা কাজে সব সময় জড়িয়ে থাকতে পছন্দ করেন।চরিত্র হিসাবে A অক্ষর দিয়ে শুরু নামের অধিকারিরা বেশিরভাগই স্বাধীনচেতা হন।যদি কোনও মেয়ে বা ছেলের নাম ইংরেজির A অক্ষর দিয়ে শুরু হয়, তা হলে এমন ব্যক্তি খুবই আকর্ষক হয়ে থাকেন।এই অক্ষরের ব্যক্তিরা ভালোবাসা এবং যে কোনও সম্বন্ধকে খুব গুরুত্ব দিয়ে থাকেন।কিন্তু এঁরা খুব বেশি রোম্যান্টিক হন না।সমস্ত কিছুই এঁরা খুব দেরিতে পান।বহু বাধা অতিক্রম করে সেই সমস্ত জিনিস লাভ করেন তাঁরা।কিন্তু সাফল্য পেতে শুরু করলে এঁদের পিছনে ফিরে তাকাতে হয় না।সাফল্যের চূড়ায় থাকেন এঁরা।জীবনে সংঘর্ষ করতে হয়। কিন্তু অবশেষে নিজের লক্ষ্য জয় করেন।এঁদের মনের জোড় খুব একটা না-থাকলেও,দরকারের সময়ে এঁরা অপ্রত্যাশিত কাজ করে ফেলেন। তবে এঁরা রাগী মেজাজের,এঁরা লোকেদের সঙ্গে দেখা করতে এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পছন্দ করেন।পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকেন।A বোঝায় চরিত্রের দৃঢ়তা।নিজের বিচারবুদ্ধির উপর এঁরা বরাবর ভরসা করেন।এঁরা উদ্যমী চরিত্রের।জীবনকে উপভোগ করে বাঁচতে ভালোবাসেন।এরা সহজে কারুর উপর নির্ভরশীল হন না, নির্ভরশীল হতে পছন্দ করেন না।তবে, A দিয়ে যাদের নাম শুরু, তাদের সবই তাই বলে ভালো নয়!নামে যদি একের বেশি A থাকে, সেক্ষেত্রে স্বার্থপরতা লক্ষ্য করা যায়।এরা নাকি সন্দেহবাতিক হন।বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড A দিয়ে হলে কিন্তু সাবধান।এরা একটু জেদী, একগুঁয়ে ও একবগ্গা প্রকৃতির হন। B-এর বৈশিষ্ট ইংরাজি বর্ণমালায় দ্বিতীয় অক্ষর B এর সঙ্গে ২ সংখ্যাটি সম্পর্কিত । যেহেতেু ইংরাজি বর্ণমালার দ্বিতীয় অক্ষর B,তাই এই নম্বরটির গুণই B এর সঙ্গে সংযুক্ত। তাই যাঁদের নামের শুরুতেই B রয়েছে , তাঁরা প্রেমিক মনের মানুষ হন। কাউকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে এঁরা পারদর্শী। এমনিতে দায়িত্ববান হওয়ার জন্য এঁদের মধ্যে প্রেমবোধ যথেষ্ট বেশি। নামের শুরুতে B থাকলে এই গুণগুলি থাকে এই ধরনের মানুষের মধ্যে অন্যকে সাহায্য করার বিষয়ে বিশাল উদ্যম থাকে। তাঁরা নিজের পরিজনকে আগলে রাখতে খুবই ভালোবাসেন। সামনের মানুষটির মনে কথা এঁরা সহজেই পড়ে ফেলতে পারেন। আর তাই তাঁদের মন বুঝে এগিয়ে চলতে পারেন। সেজন্য নামের আদ্যাক্ষরে B থাকলে ,সেই মানুষটিকে সকলেই ভালোবাসেন।নামের শুরু যদি B দিয়ে হয়, তাহলে তাঁদের মধ্যে বন্ধুবৎসল একটি স্বভাব সহজাত হিসাবে থাকে। তাই এই ধরনের মানুষ বন্ধু হিসাবে দারুন ভালো প্রতিপন্য হন। এছাড়াও বন্ধু বিপদে পড়লে ,মধ্যস্থতাকারী হিসাবে এঁরা অসামান্য। কূটনৈতিক ভাবনা এঁদের খুব স্বচ্ছ্ব বলে এঁদের সহজে বিপদে ফেলা মুশকিল।পারিবারিক দিক থেকেও এঁরা খুবই দায়িত্ববান হন। পরিবারের দায়িত্ব নেওয়ার পাশপাশি ,পরিবারের প্রতিটি মানুষের সঙ্গে সুসম্পর্কে বজায় রেখে চলতে এঁরা ভালোবাসেন। তবে কিছু সময়ে দেখা যায়, এঁরা পরিস্থিতির শিকার হয়ে লোভী হয়ে পড়েন।এরা খুব অস্থিরচিত্তের এবং ইমোশানাল হন। শুধু তাই নয় এমন নামের মানুষেরা খুব লড়াকু হয়। সহজে হেরে যাওয়া এরা একেবারেই মেনে নিতে পারেন না। আর সবথেকে সুন্দর বিষয় হল এরা ভালবাসার পিপাসু হয়। সামান্য ভালবাসা পেলেই এরা নিজেদের উজার করে দেন।এই অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয়, তাঁরা খুবই সংবেদনশীল। ছোট-ছোট কথাও তাঁদের ওপর প্রভাব বিস্তার করে। আবার ছোট-ছোট কথাতেই এঁরা খুশি হয়ে যান। এরা ভুল থেকে শিক্ষা নেন এবং নিজেকে শুধরানোর চেষ্টা করেন। B অক্ষরের নামের ব্যক্তিরা খুব রোম্যান্টিক। B অক্ষরের লোকেরা সাধারণত প্রেম বিবাহ করে থাকেন। বাহ্যিক সৌন্দর্য এঁদের কাছে গুরুত্বপূর্ণটাকাকেও গুরুত্ব দিয়ে থাকেন এঁরা। সাধারণত সাহসী। তাই এই অক্ষরের লোকেরা সাধারণত সেনা বা বিপদসঙ্কুল ক্ষেত্রে চাকরি করেন। নিজের পরিশ্রমের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন। সাধারণত এই অক্ষর দিয়ে যাঁদের নাম, তাঁরা ধনী হয়ে থাকেন। তবে মুডি স্বভাবের কারণে অনেকে তাঁদের অহংকারী মনে করে থাকেন। খুব একটা বন্ধু বান্ধব থাকেন না। তবে কোনও বন্ধু থাকলে তাঁর সঙ্গে খুব গভীর সম্পর্ক রাখেন এঁরা। আপনার নামের প্রথম অক্ষর ইংরেজি B হয়, তা হলে তার মান হবে ২। আপনার শারীরিক সক্ষমতা বেশী থাকবে। আপনি হজম সংক্রান্ত কোনও রোগে ভুগবেন। ঠিকমতো সময়ে হজমের সমস্যা সারিয়ে তুলতে না পারলে গ্যাস, পেটের জটিল রোগে ভুগতে হবে। ঠিক মতো ডায়েট কন্ট্রোলই আপনার চিকিৎসা।
নামের শুরুতে C থাকলে :ইংরাজি বর্ণমালায় তৃতীয় অক্ষরটি হল Cতাই C-এর সঙ্গে ৩ সংখ্য়াটি সম্পর্কিত।আর ৩ সংখ্যার যা গুণ রয়েছে, সেই গুণই থাকে তাঁদের মধ্যে যাঁদের নামের শুরুতে C থাকে ।তবে সাধারণত বাঙালি নামের মধ্যে C এর প্রচলন বেশি নেই।সেভাবে কারোর নামের শুরু C দিয়ে হতে দেখা যায়না।তবে যাঁদের নামের আগে C থাকে , তাঁরা খুবই মিশুকে মানুষ হন।সাধারণত C ,যাঁদের নামের আগে রয়েছে তাঁরা কোনও সৃষ্টিশীল কাজে নিজেদের নিযুক্ত করে থাকেন।কোনও গঠনমূলক কাজের সঙ্গে নিজেকে জুড়তে এঁরা ভালোবাসেন।এঁদের উদ্যোগ যেকোনও কাজের ক্ষেত্রেই যথেষ্ট বেশি থাকে। এমনিতে এঁরা মেধা ও গুণের দিক থেকে অনেক বেশি এগিয়ে।এক্ষেত্রে অনায়াসে পেছনে ফেলে দিতে পারেন অনেককেই।নামের শুরুতে C থাকলে , তাঁরা খুবই উদযোগী মানুষ হন।মিশুকে হওয়ার দরুণ যে কোনও সামাজিক কাজে এঁরা অগ্রণী ভূমিকা পালন করেন।কথায় বার্তায় এঁরা খুবই মিষ্টভাসী হন। তাই সহজেই এঁরা আকর্ষণীয় ব্যাক্তিত্বের অধিকারী হন।খুব সহজ সরল পন্থায় এঁরা জীবন কাটাতে ভালোবাসেন।নিজেদের ইতিবাচক মানসিকতার দ্বারা যেকোনও কঠিন কাজ করা সম্ভবপর এঁদের ক্ষেত্রে।এই ধরনের মানুষদের দ্বারা অনেক সময়ে বহুজন আকৃষ্ট হন।কাউকে ভালোবাসার ক্ষেত্রে এঁদের জুড়ি মেলা ভার।এঁরা সব্বার থেকে ভালোবাসা পান, তথা সবাইকে ভালোবাসেন বলে খুবই সম্মান পেয়ে থাকেন।অন্যের কষ্ট এঁরা মেনে নিতে পারেন না।জনপ্রিয়তার বিচারে ,এঁরা অনেককেই পিছনে ফেলে দিতে পারেন।তবে সময়ে সময়ে এঁরা খুবই রূঢ় হয়ে ওঠেন।যাদের নাম C দিয়ে শুরু হয় তারা কাজে বেশ পটু হন। শুধু তাই নয় এরা খুব অমায়িক, দয়ালু এবং ভালবাসা পেতে খুব পছন্দ করেন।তবে একেবারেই হিসাব করে টাকা খরচ করতে পারেন না।এদের চরিত্রের একটা খারাপ দিকও রয়েছে।কেউ যদি আঘাত দেন তাহলে তার বদলা না নেওয়া পর্যন্ত এরা একেবারে শান্তি পান না।আর এই কাজটা করতে গিয়ে অনেক সময় নিজেরই ক্ষতি করে ফেলেন।তাই বলে যে C অক্ষর দিয়ে শুরু নামের মালিকেরা খুব হিংসাপ্রবণ হন,এমন নয় যদিও।বরং এরা নিজেদের এবং বাকিদের খুশি রাখতে সব সময় চেষ্টা করে যান।সব সময় হাসি-খুশি থাকেন।এঁরা ভাবুক স্বভাবের।এঁরা স্পষ্টবক্তা।তবে ইচ্ছা করে কাওকে কষ্ট দেন না।ভালোবাসায় এঁদের অগাধ বিশ্বাস।এই অক্ষর দিয়ে যাঁদের নাম, তাঁরা ভালো দেখতে হন।যে কেরিয়ারই বাছুন না-কেন,উন্নতি অনিবার্য।অর্থাভাবে থাকেন না।তিন নির্দেশ করে কিডনি, লাম্বার রিজিওন, চর্ম এই সব।আপনি জন্ডিস,ডায়াবিটিসে ভুগতে পারেন।ইমোশান বা ভাবাবেগের উপর আপনার স্বাস্থ্য অনেকটা নির্ভর করবে।আপনার ভিতর সেরে ওঠার শক্তি রয়েছে।
নামের শুরুতে D থাকলে :
এঁদের চারিত্রিক বৈশিষ্ট নামের শুরুতে যদি D থাকে , তাহলে জানবেন, সেই ব্যাক্তি যদি কোনও জিনিস নেবেন বলে মনে করেন,তাহলে তিনি তা নিয়ে ছাড়েন!নিজের লক্ষে পৌঁছতে এঁরা কোনও কসরৎ করতে ছাড়েন না।যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছেন ততক্ষণ এঁদের স্বস্তি নেই। তাই এই ধরনের মানুষরা খুবই জেদি হন। ব্যবসা সংক্রান্ত কাজে এঁরা জীবনে চরম সাফল্য পেয়ে থাকেন।নামের শুরুতে D থাকলে তাঁরা পরিশ্রমী হন যেকোনও কাজ উদ্ধার করতে এঁরা প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি করেন। তাই এঁরা মূলত খুব পরিশ্রমী হন।নিজের চরিত্র গঠনে এঁরা কারওর উপর নির্ভর করেন না। তাই এঁদের চরিত্রে নিজস্বতা প্রকাশ পায়।নিজেক গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রশংসা প্রাপ্তির দাবি এঁরাই রাখেন।পরিবারের প্রতি এঁদের যথেষ্ট টান থাকে।তাই পরিবারের প্রত্যেকটি সদস্যের কাছে এঁরা গ্রহণযোগ্যতা পান।প্রত্যেকের ভালোবাসা ও আদরের পাত্র হয়ে ওঠেন এঁরা। প্রেম ও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই ধরনের মানুষরা অনেক দূর পর্যন্ত যেতে পারেন। প্রয়োজনে বহু পছন্দের জিনিসও তাঁরা ত্যাগ করতে প্রস্তুত হন।জীবন সম্পর্কে এঁদের দৃষ্টিভঙ্গি অনেক সহজ সরল হয়।সাধারণত খুব একটা জটিল ভাবে এঁরা কিছু ভাবেন না।যে কোনও ধরনের জটিল পরিস্থিতি সামাল দিতে এঁরা সচেষ্ট হন।খুবই মাথা ঠাণ্ডা ব্যক্তিত্ব হওয়ায় এঁরা সমস্যাজনক পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন। সবচেয়ে বড় বিষয়,বিপদে পড়লেও এঁরা নিজেদের সামলে নিতে পারেন।ফলে সহজে এঁদের বিপদে ফেলা কঠিন বিষয়।এরা ব্যবসায়ী হিসেবে বেশ সফল হন।কারণ সহজে হেরে যাওয়া এদের ধাতে নেই।সেই সঙ্গে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা থাকায় যে কোনও কাজে নিজের জায়গা বানিয়ে ফেলতে খুব একটা কষ্ট হয় না এদের। তবে নিজের তৈরি কিছু নিয়ম এরা প্রাণ দিয়ে মেনে চলেন, সেই নিয়ম যতই অবাস্তব হোক না কেন, সে বিষয়ে তারা একেবারেই ভাবেন না। যে কোনও মূল্যে নিজের পছন্দের জিনিস হাসিল করে থাকেন এঁরা।কাজের প্রতি একনিষ্ঠ। আপসহীন হন।লক্ষ্যে না-পৌঁছনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যান।তাই এঁরা জেদিও হয়ে থাকেন। পরিশ্রমী হন।সরস্বতী এবং লক্ষ্মী-- উভয়ের আর্শীবাদ পান এঁরা।এঁরা নতুন কিছু করতে চান।এঁদের কাছ থেকে অবশ্যই কিছু না-কিছু শেখা যায়।জেদি হওয়ায় অনেকে এঁদের অহংকারী মনে করেন।ইংরেজি D অক্ষর যদি আপনার নামের প্রথম অক্ষর হয়, তা হলে যে সব রোগ হয় যেমন, পেলভিস অঞ্চলের রোগ, ইউটেরাস, গল ব্লাডার, এক্সক্রিটরি সিস্টেম সংক্রান্ত রোগ, হার্নিয়া ইত্যাদি।ঠিক মতো চিকিৎসা না হলে হার্ট, গলা ও পিঠের ব্যথায় আক্রান্ত হতে হবে।
নাম যদি E দিয়ে শুরু হয়:
E অক্ষর দিয়ে নাম শুরু হলে ,সেই ব্যাক্তি খুবই উষ্ণ হৃদয় সম্পন্ন মানুষ হন। তিনি ভালোবাসতে জানেন, পাশপাশি ভালো রাখতে জানেন।নিজের সমস্ত যত্ন আর আদরে অন্যকে ভালো রাখার বিষয়ে এঁরা সর্বদা আগ্রহী হন। আশেপাশের মানুষের প্রতি এঁরা যতটা যত্নবান ততটাই সহানুভূতিশীল হয়ে ওঠেন।ভীষণভাবে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এঁরা চলেন।তবে জীবনের এত প্রতিকূলতার মধ্যেও এঁদের কোনও সমস্যা হয়না। সমস্ত ভালো মন্দ সময়কে এঁরা আপন করে নিয়ে চলতে পারেন।কাজের পরিবেশে এঁদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা দেখার মতো। তাছাড়া সমস্ত কাজ সব সময়ে এঁরা নতুন উদ্যম নিয়ে করতে ভালোবাসেন।কাজের বিষয়ে এঁদের উৎসাহ দেখার মতো।সংখ্যাতত্ত্ব অনুযায়ী ৫ সংখ্যার সঙ্গে এঁদের সম্পর্ক রয়েছে।তবে ব্যাক্তিসত্ত্বার দিক থেকে এঁরা খুবই কল্পনাপ্রবণ। এঁদের বাবনা চিন্তা অন্যদের থেকে একটু আলাদা ধরণের মানুষ।বহু জটিল বিষয় এঁরা সহজে সমাধান করেত পারেন।চালাক ও বুদ্ধিদীপ্ত হোয়া, চট কর এঁদের কেউ সমস্যায় ফেলতে পারে না।তবে সময়ে সময়ে নির্ভরতার অযোগ্যতাও প্রমাণ করেন এঁরা ।যা এই ধরনের মানুষদের একটি খারাপ দিক।এরা খুব দরদী হন, সেই সঙ্গে নিজের কথা খুব সুন্দর ভাবে সামনের মানুষটার মন পর্যন্ত পৌঁছে দিতে এরা এতটাই সক্ষম হন যে যে কাউকে কথার যাদুতে ভুলিয়ে দিতে এদের বাস্তবিকই কোনও সমকক্ষ নেই।তবে নিজেদের স্বাধীনতায় কেউ দখল দিক এটা একেবারেই মেনে নেন না।এমনটাও মনে করা হয় যে ভালবাসার ক্ষেত্রে এরা একেবারেই বিশ্বস্ত হন না।এই অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁরা খুব বেশি কথা বলেন।হাসি-ঠাট্টা করে থাকেন খুব।তবে বেশি কথা বলার কারণে সবসময় সমস্যায় পড়ে যান।এরা যেমন ব্যবহার করেন, তেমনই ব্যবহার আশা করে থাকেন।তা না-হলে কড়া কথা শুনিয়ে দেন।এর খুব বেশি চিন্তা-ভাবনা করেন না।চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষা, ব্যবসা এবং অর্থের অধিকারী হন।এঁরা সবসময় হাসিখুশি থাকেন।এদের সকলেই খুব পছন্দ করে।ইংরেজি E অক্ষর যদি আপনার নামের প্রথম অক্ষর হয়, তা হলে আপনি পাঁচ সংখ্যার জাতক, আপনার ভাল হজম শক্তি আপনার ভবিষ্যতে বিপদ ডেকে আনবে যদি না আগে থেকে সাবধান হন। ভাল হজম শক্তির জন্য আপনার ফ্যাট জমবে।এতে দূষিত পদার্থগুলি ঠিকমতো শরীর থেকে বেরতে পারবে না। ক্রমশ এর থেকে ফোড়া, আব এবং লিভার খারাপ হতে থাকবে।
 F অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয়:
 তাঁরা খুব সহজ সরল মানুষ হয়। কোনও বিষয়কে এঁরা জটিলভাবে ভাবতেই পারেন না।নামের শুরুতে যাঁদের F থাকে, তাঁরা খুবই সহানুভূতিশীল হন। অন্যের সমস্যায় তাঁরা সাহায্য করতে এগিয়ে আসেন। অন্যের বিপদে , এই ধরনর মানুষরা অনেক বেশি সাহায্য করে থাকেন। এঁরা ভীষণ যত্নবান মানুষ হন। ত সে সম্পর্কই হোক বা কোনও মূল্যবান জিনিস অথবা বন্ধু, সকল বিষয়ে এঁরা খুবই যত্নবান হনআপনার পছন্দের বিশেষ মানুষটির নাম যদি F দিয়ে শুরু হয়, আর তাঁকে যদি পুরোপুরি এখনও আপনার না জেনে ওঠা হয়ে থাকে, তাহলে তা জানার বিষয়ে বাড়তি আগ্রহ তো থাকবেই! তাহলে জানিয়ে রাখা ভালো, এই ধরণের মানুষরা পশুপাখী, ভীষণ ভালোবাসেন। সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ, উচ্চমানের পোশাক পরিচ্ছদ এঁদের দারুন আকৃষ্ট করে।বাইরে প্রকাশ না করলেও এঁরা খুবই রোম্যান্টিক হন।বন্ধুত্বে আস্থা আর বিশ্বাসই সবচেয়ে বড় জিনিস। সেক্ষেত্রে নামের শুরুতে যাঁদেরপ F অক্ষরটি রয়েছে, তাঁরা খুবই আস্থা রাখার মতো বন্ধু হন। এঁদের ওপর আপনি বিশ্বাস রাখতে পারবেন অগাধ।পরিবার সংসার, বন্ধুদের প্রতি এঁদের দায়িত্ববোধ চরম হয়।সমস্ত পরিস্থিতিতে এঁরা নিজের পরিবারের বিষয়ে আগে বাবনা চিন্তা করেন।তবে সময়ে সময়ে এঁরা কটু স্বার্থপর হয়ে ওঠেন।এরা বন্ধু হিসাবে খুব ভাল হন।সেই সঙ্গে যে কোনও সম্পর্কের প্রতি খুব লয়েল থাকেন এরা।মিশুকে এবং কর্মঠ হওয়ার করণে কর্মজীবনেও এরা খুব সফল হন।তবে কোনও একজন ব্যক্তির সঙ্গে কথা বলার সময় অনেক ক্ষেত্রেই এরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন।এক কথায় মানুষ হিসাবে এদের বিকল্প খুঁজে পাওয়া একটু কঠিন।এই অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয়, তাঁদের জীবনে ভালোবাসার স্থান সর্বোপরি। এঁরা প্রয়োজনের বেশি ভাবুক হয়।এই অক্ষরের নামের লোকেরা লেখক হয়ে থাকেন।যেখানে যান, সেখানে সকলকে আপন করে নেন।এঁরা খুব আকর্ষক এবং রোম্যান্টিক।এরা সহজেই সকলকে সাহায্য করে থাকেন।খুব আত্মবিশ্বাসী। জীবনে সমস্ত কিছুর মধ্যেই ভারসাম্য বজায় রাখেন এঁরা।
নামের শুরুতে যাঁদের G থাকে :ইংরাজি বর্ণমালায় G অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁরা মূলত ধার্মিক মানুষ হয়ে থাকেন।ধর্ম বিষয়ে এঁদের নিষ্ঠা ও ভক্তি অতুলনীয় থাকে।এছাড়াও এঁদের বাকি যা যা গুণাগুণ থাকে , তাঁর মধ্যে এই গুনটিই বড়। ইংরাজি বর্ণমালায় G অক্ষরটির সঙ্গে ৭ সংখ্যাটি সম্পর্কিত।সংখ্যাতত্ত্বের গণিতে সেরকমই বলা হয়।যাঁদের নামের শুরুতে G থাকে, তাঁরা ভীষণ নিষ্ঠাবান মানুষ হন।ধর্মের কাজ কর্ম করতে এঁরা ভালোবাসেন।অধিভৌতিক বিভিন্ন বিষয়ে এঁরা বিশ্বাসী বলে দাবি সংখ্যাতত্ত্ববিদদেরসাধারণত এই ধরণের মানুষরা কল্পনা প্রবণ হয়ে থাকেন।স্বভাবের দিক থেকে এঁরা শান্ত মানুষ হন।সৃষ্টিশীল কাজে এঁদের আগ্রহ বেশি হয়জীবনবোধের নানা বিষয় নিয়ে এঁদের আগ্রহ বা কৌতূহল অনেক বেশি।তবে এঁরা একটু একা একা থাকতেই বেশি পছন্দ করেন।তাই বেশি বন্ধু হয়না এঁদের। মেধা আর বুদ্ধির দিকে থেকে এঁরা অতুলনীয় হন।পরোপকারী হওয়ার জন্য সমাজে এঁদের বিশেষ সমাদর থাকে।সত্যান্বেষণে এঁরা খুবই তৎপর হনতাই এনাদের মূল্যোবোধ জীবন ভাবনার সঙ্গে সবাইয়ের চিন্তা ভাবনা মেলে না ।নামের আদ্য অক্ষর যাঁদের G , তাঁরা একটু অন্য ধরনের মানুষ হন।এরা শিল্পী হিসেবে খুব সুনাম অর্জন করেন।যে কোনও ধরনের ক্রিয়েটিভ কাজে বেশ পারদর্শী হন এমন মানুষেরা।তবে এরা মনের কথা শুনে কাজ করেন।ফলে কষ্ট পাওয়া যেন এদের রোজের সঙ্গী হয়।এই অক্ষরের নামের ব্যক্তির মন খুব পরিষ্কার।তাই অনেক সময় সমস্যার সম্মুখীন হন এঁরা।একই ভুল বার বার করেন না।ভুল থেকে শিক্ষা নেন।এঁদের বন্ধুর সংখ্যা কম, শান্তিপ্রিয়, আত্মবিশ্বাসী।কিন্তু রেগে গেলে কারও কথা শোনেন না।কম কথা বলেন।
নামের শুরুতে H থাকলে :
ইংরাজি H অক্ষরটির সঙ্গে ৮ সংখ্যাটি সম্পর্কিত। যা সৃষ্টি ও ক্ষমতাকে প্রকাশ করে। তাই নামের শুরু যাঁদের H দিয়ে, তাঁরা সৃষ্টি ও ক্ষমতা ধরে রাখেন।কোনও কাজে যদি নতুন কিছু করার সুযোগ থাকে, তাহলে সেকাজে সবচেয়ে আগে এগিয়ে আসেন এই ব্যক্তিরা। সৃজনশীল কাজে সবসময়ে উৎসাহিত হন এঁরা।কাজের ক্ষেত্রে সাধারণত দেখা যায় এঁরা ক্ষমতা নিজের হাতে রাখতে ভালোবাসেন।তাই যে পদেই এই ব্যাক্তিরা থাকুন না কেন, ক্ষমতা ঠিকই নিজের কাছে রেখে দেন ।আর যেহেতু ক্ষমতা নিজের হাতে থাকে তাই, সবসময়ে অন্যের উপর কর্তৃত্ব করতে ভালোবাসেন এঁরা। আর তাঁদের যোগ্যতা থাকে বলেই ক্ষমতায় সফলভাবে অধিষ্ঠিত হতে পারেন ।সম্পত্তি বাড়াবার দিকে নজর এঁদের সবসময়ে থাকে। তাই নতুন কর্মোদ্যোগের বিষয়ে এঁরা ভাবনা চিন্তা শুরু করেন। কখনও কখনও সফল ব্যবসায়ীও হন এঁরা।তবে বিষয় সম্পত্তি হাতে এলে , এঁরা তাকে যথাযথ সম্মানের সঙ্গে ব্যবহার করেন।নিজের যোগ্যতা থাকায়, এঁরা সহজেই জন পরিবেষ্ঠিত হয় থাকেন। আর সেজন্য ভবিস্যতের নেতা হওয়ার ক্ষমতা এঁদের হয়।খুব সহজেই এঁরা নিজের কাজের লক্ষ্যমাত্রা স্থির করে ফেলেন।আর লক্ষে পৌঁছনোর জন্য যাবতীয় পরিশ্রম করতে এঁরা রাজির হয়ে যান। তবে এঁদের ওপর সহকর্মী হিসাবে যেরকম ভরসা কার যায়, সেরকমই বন্ধু হিসাবেও নির্ভর করা যায়।টাকা এদের খুব ভালবাসে।তাই তো এরা যে কাজই করুক না কেন, সফল হন। আত্মবিশ্বাস এদের রোজের সঙ্গী হয়।এক কথায় সফল মানুষদের তালিকায় হয়তো এই অক্ষরের নামের অধিকারিরাই বেশি থাকেন।প্রসঙ্গত, ক্রিয়েটিভ পার্সেন হিসেবেও বেশ নাম করেন এরা। এই অক্ষরের নামের লোকেরা খুব সংবেদনশীল।নিজের মনের কথা কারও সামনে প্রকাশ করেন না।এমনকি দুঃখে বা আনন্দেও কাউকে কিছু বলেন না।এই অক্ষরের নামের ব্যক্তির ব্যক্তিত্ব খুবই রহস্যময়নিজের সম্মান নিয়ে খুব চিন্তিত থাকেন।যাঁদের নাম H অক্ষর তাঁরা খুব বুদ্ধিমান হন।এরা সাধারণত রাজনীতি এবং প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন। কারও প্রতি নিজের ভালোবাসা সহজে ব্যক্ত করেন না।কিন্তু কাউকে ভালোবাসলে মন-প্রাণ দিয়ে ভালোবাসেন।বৈবাহিক জীবন সুখী হয়। কারও সঙ্গে বন্ধুত্বও করেন না এবং কারও সঙ্গে শত্রুতাও করেন না।খুব অর্থ উপার্জন করেন। আপনার নামের ইংরেজি বানানের প্রথম অক্ষর H হলে আপনি আট সংখ্যার কবলে পড়েছেন। জন্ম থেকেই আপনাদের শরীর স্বাস্থ্যের গড়ন মোটেই ভাল নয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের স্বাস্থ্য ভাল হতে থাকে।হাঁপানি, বাত, বুকে সর্দি জমা, শ্বাসকষ্ট, দুর্বল হজমশক্তি– এই সব রোগগুলি কমবেশি আপনাদের নিত্য সঙ্গী। এর পর আছে হাড় ও হাঁটুর জয়েন্টের সমস্যা।

নামের আদ্য অক্ষর I হলে সেই ব্যাক্তি ভালো ‘বন্ধু’ হন

এঁদের ওপর নির্ভর তো চোখ বুজে করা যাতে পারে। অন্যদিকে, বিবেকবান হওয়ায়, এঁরা প্রতিটি বিষয় গভীরভাবে চিন্তা ভাবনা করেন। নামের শুরুতে যদি কারোর I বর্ণটি থাকে, তাহলে জানবেন সেই ব্যক্তি যেকোনও কারোর দুঃখে সবরকমের ত্যাগ স্বীকার করতে রাজি হয়ে যাবেন। এঁরা বুদ্ধিদীপ্ত মানুষ হন। ফলে , সহানুভূতির সঙ্গে বুদ্ধির মিশেলে এঁরা অনেকটাই এগিয়ে যএতে পারেন জীবনে।কোনও কঠিন পরিস্থিতিতে এঁরা সবসময়ে মূল্যবোধকে ঠিক রাখতে সচেষ্ট হন। তাই ন্যায়ের পথে চলে কোনও কিছুকে বিচার করা এঁদের স্বভাবজাত পন্থা। শান্তিপূর্ণভাবে জীবনে চলায় এঁরা বিশ্বাসী হন। কোথাও অশান্তি দেখলেও এঁরা তা বন্ধ করতে উদ্যত হন। কারোর সাথে খুব খারাপ সম্পর্ক না থাকলে , এঁরা সাধারণত ঝগড়া ঝাঁটির দিকে যান না। বন্ধুত্ব ধরে রাখতে এই মানুষরা সবসময়ে সচেষ্ট হন। তবে সময়ে সময়ে এঁরা রাগারাগি একটু করে ফেলেন।ভালোভাবে বাঁচাবার জন্য এঁরা সমস্ত রকমের চেষ্টা করেন। শুধু নিজেরটা নয়, আশপাশের মানুষও যাতে ভালো থাকেন, সেই চেষ্টাও করেন এঁরা। তবে তবে এঁরা বিশেষ ক্ষেত্রে নিজের লোকে দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকতেই ভালোবাসেন। তাই একটু চুপচাপ ধরনের মানুষ হয় এঁরা।এরা খুব সাহসী এবং মুখরা হন। সোজা কথা সরাসরি বলে দিতে এরা যেমন এক মুহূর্তও অপেক্ষা করেন না, তেমনি খুব মার্জিতও হন।কুসংষ্কার একেবারে মানেন না।অন্যকে সাহায্য করার ক্ষেত্রেও এরা কোনও সময় পিছপা হন না।এই ব্যক্তিরা শুধুমাত্র ভালোবাসার ভাষা বোঝেন। ভালোবাসা দিয়েই তাঁদের মন জয় করা যায়। এঁরা খুব ভাবুক। এঁরা মাথা দিয়ে কোনও কিছু ভাবেন না।মনের কথা শোনেন।তাই অনেকেই এঁদের সহজে বোকা বানিয়ে দেয়।সবসময় মনের কথা শোনার জন্য অনেক কিছুই হারিয়ে থাকেন এঁরা।জীবনে অনেক কিছু পেয়ে থাকলেও, তার সুখ কমই ভোগ করতে পারেন।শিক্ষার ক্ষেত্রে বিশেষ জ্ঞান রাখেন।অর্থাভাব হয় না। বিদেশ যাওয়ার সুযোগ পান।
নামের আদ্যাক্ষর J হলে :সংখ্যাতত্ত্ব অনুযায়ী J অক্ষরটির সঙ্গে ১ সংখ্যাটি সম্পর্কিত।আর সেই বৈশিষ্ট অনুযায়ী , এই ধরনের মানুষরা যেখানেই থাকুন না কেন, ক্ষমতা এঁদের হাতে সব সময়ে ক্ষমতা থাকে।প্রভাব বিস্তার করার ক্ষেত্রে এঁদের ক্ষমতাবান হওয়ার বিষয়টি খুবই কার্যকরি হয়।যেকোনও মানুষের ওপর এঁরা সহজেই প্রভাব বিস্তার করতে পারেন।এঁরা সমসময়ে যেকোনও জায়গার শীর্ষে থাকতে চান। তাই ক্ষমতা এঁদের ছায়াসঙ্গী।যেকোনো কাজের দায়িত্ব এঁদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকা যায়।যেকোনও কাজের বিষয়ে এঁরা আত্মবিশ্বাসী হন।বুদ্ধিদীপ্ত হওয়ায় এঁরা যেকোনও সমস্যাজনক পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন।খুবই কর্মঠ ব্য়াক্তি হন এঁরা।পাশপাশি পরিশ্রমী হন বলে , যেকোনও মানুষই কাজের বিষয়ে এঁদের ওপর ভরসা করতে পারেন।নামের আদ্যাক্ষরে J থাকলে, তাঁরা জন্মগত শিল্পী মানুষ হন।এঁদের মধ্যে শিল্পী সত্ত্বা অনেক বেশি থাকে।এছাড়াও সৃষ্টিশীল ভাবনার ক্ষেত্রে এঁদের জুড়ি মেলা ভার। পরিস্থিতি যত জটিলই হোক ,সমস্যা থেকে বেরিয়ে আসতে এঁরা জানেন।তাই J আদ্যাক্ষর যুক্ত ব্যক্তিদের ওপর নির্ভর করা যায়।সময়ে সময়ে ভালো ‘অভিনয়’ করেও এঁরা পরিস্থিতি সামাল দিয়ে দেন!এঁদের মধ্যে ভবিষ্যতের নেতা কিম্বা কোনও সংস্থা কর্তা স্থানীয় ব্যক্তি হওয়ার যোগ্যতা থাকে।কোনও ব্যবসা বা সেই সম্পর্কীয় উদ্যোগে সামিল হতে এঁরা সর্বদা প্রস্তুত।প্রবল মনের জোড় হওয়ায়, পথে যতই বাঁধা আসুক এঁরা সমস্তই উতরে যান।তবে মাঝে মধ্যে এঁরা দিশাহীনাতয় ভোগেন।কোনও সময়ে আলস্যও এঁদের চেপে ধরে।ফলে কাজের ক্ষেত্রে অসুবিধায় পড়েন এনারা।লক্ষ স্থির করে নিলে, যতক্ষণ না তা অর্জন করছেন, ততক্ষণ এরা থামতে চান না।সততা এদের শক্তি এবং উচ্ছাশা এদের প্রিয় বন্ধু হয়। তাই তো বুদ্ধিমান জীবনসঙ্গী পেতে চান এরা, যাতে জীবনে চলার পথে অথবা সফলতা পেতে কখনও বাঁধার সম্মুখিন হতে না হয়।সম্বন্ধের প্রতি সত্‍‌ এবং বিশ্বস্ত।শরীরের পাশাপাশি এঁদের মনও খুব সুন্দর হয়।খুব নখরবাজ। বাছবিচার রাখেন।যা চান তাই নিজের জোরে হাসিল করে থাকেন।টাকা, সম্মান এবং ভালোবাসা-- সবই এঁদের কাছে থাকে। জীবনে খুব উন্নতি করেন।এই অক্ষর দিয়ে যাঁদের জীবনসঙ্গীর নাম, তাঁরা খুব ভাগ্যশালী। আদ্যাক্ষর যদি K হয় :
সংখ্যাতত্ত্ব অনুযায়ী K এর সঙ্গে ২ নম্বর সংখ্যাটি সম্পর্কিত। তাই ২ সংখ্যার যা যা গুণ রয়েছে, তাইই বিদ্যমান এই আদ্যাক্ষরের নামের মানুষদের মধ্যে। এঁরা যে কোনও পরিস্থিতিতে সমতা রক্ষা করে চলেন। তাই কোনওভাবে বিপদে পড়লেও এঁরা উতরে নিতে পারেন নিজেকে। এঁরা নিজের দ্বারা আশপাশের লোকজনকে প্রভাবিত করতে পারেন। এই ধরণের মানুষরা খুবই দৃঢ়মনস্ক হন।,তবে কোনও জায়গায় অশান্তি শুরু হলে, সেখানে শান্তি স্থাপনের জন্য সবচেয়ে আগে উদ্যোগ নেন এই মানুষরা। তাঁরা সবসময়ে ভালো কাজ করেন ।এই ধরনের মানুষরা খুবই ভালো মধ্যস্থতাকারী হিসাবে প্রতিপন্য হন। ভালো কাজ করে দেখানোর জন্য প্রয়োজনীয় গুণ এঁদের মধ্যে থাকে। প্রত্যেককে সঙ্গে নিয়ে চলতে এঁরা পছন্দ করেন।গোষ্ঠীবদ্ধ হয়ে কাজ করার ক্ষেত্রে এঁদের জুড়ি মেলা ভার।তবে এঁরা সাধারণত অন্যের উপর নির্ভর করে চলতে পছন্দ করেন। তবে এঁরা নিজেরা নিজের কাছে সৎ থাকেননিজেকে সৎ রাখতে এঁরা যাবতীয় চেষ্টা করেন। তার ফলে এই ধরনের মানুষদের আশপাশে সব সময়ে কেউ না কেউ থাকেন।তবে বেশ কিছু সময়ে দেখা যায়, কারণে অকারণে এঁরা জীবন নিয়ে বিরক্ত হয়ে যান।ফলে তখন নেমে আসে অবসাদ।এক সঙ্গে অনেক কাজ করতে বেশ পটু হন। খুব বেশি মিশুকে হন না। মনের কথা কাউকে বলতেও খুব দ্বিধাবোধ করেন। তবে কাছের মানুষদের খুব ভালবাসেন। আর একবার যদি কিছু বিষয়ে লক্ষ স্থির করে নিলে, যতক্ষণ না তা পাচ্ছেন, ততক্ষণ লড়াই চালিয়ে যান।এঁরা খুব ঠোঁটকাটা। যা মনে থাকে তাই বলে দেন। কোনও কথা বলার আগে কিছু ভাবেন না। নিজের ব্যাপারে ভাবতে পারেন। নিজের লাভের জন্য যে কোনও পর্যায়ে যেতে পারেন। অনেক অর্থ উপার্জন করেন। কিন্তু মান-সম্মানের তোয়াক্কা করেন না। এঁদের সকলেই ভয় পায়। এই অক্ষর দিয়ে যাঁদের নাম, তাঁদের বেশির ভাগই ব্যবসায়ী হয়ে থাকেন। ঝুঁকি নিতে ভালোবাসেন। এঁরা দেখতে খুব সুন্দর। অনেকেই এঁদের প্রতি আকর্ষিত হন। বাহ্যিক সৌন্দর্য পছন্দ করেন।সংখ্যাতত্ত্ব অনুযায়ী K এর সঙ্গে ২ নম্বর সংখ্যাটি সম্পর্কিত। তাই ২ সংখ্যার যা যা গুণ রয়েছে, তাইই বিদ্যমান এই আদ্যাক্ষরের নামের মানুষদের মধ্যে। এঁরা যে কোনও পরিস্থিতিতে সমতা রক্ষা করে চলেন। তাই কোনওভাবে বিপদে পড়লেও এঁরা উতরে নিতে পারেন নিজেকে। এঁরা নিজের দ্বারা আশপাশের লোকজনকে প্রভাবিত করতে পারেন। এই ধরণের মানুষরা খুবই দৃঢ়মনস্ক হন।
নামের আদ্যাক্ষর L হলে :
ইংরাজি বর্ণ মালার Lঅক্ষরটি সংখ্যাতত্ত্বগত মান ৩ । তাই ৩ সংখ্যার যা যা বৈশিষ্ট রয়েছে তাই বিদ্যমান L নামের আদ্যাক্ষর যুক্ত মানুষদের সঙ্গে। কেমন মানুষ হন তাঁরা, যাঁদের নামের আগে L থাকে জেনে নিন।নামের আগে Lথাকলে তাঁদের মধ্যে কোনও জিনিস সৃষ্টির একটা আকাঙ্খা থাকে।তাই এই ধরনের মানুষরা সৃষ্টি শীল হন বেশি।কোনও ফেলনা জিনিস থেকে এঁরা নতুন কিছু তৈরি করতে সমর্থ হন। এছাড়াও এঁদের মধ্যে দানশীলবোধ খুবই গাঢ়। কারোর দুঃখ কষ্ট দেখলে এঁরা ঠিক থাকতে পারেন না। দান বা ত্যাগের মধ্য দিয়েই এঁরা সুখ পান। পাশাপাশি যে কোনও পরিস্থিতিতে এঁরা মানিয় চলতে পারেন।এই ধরনের মানুষরা খুবই বন্ধুত্বসুলভ মানুষ হয়। নামের শুরুতে কারোর L থাকলে, সে খুবই বিশ্বাসী বন্ধু হয়। সেই বন্ধু অপরের প্রয়োজনে জান প্রাণ লড়িয়ে দিতে পারেন। খুব মজাদার মানুষ হন এঁরাহাসি মাজা করে দিন কাটাতে এঁরা ভালোবাসেন। বেশ হালকা মেজাজের মানুষ এঁরা। তাই সবার সঙ্গে সহজে মিশে যেতে পারেন।নামের আদ্যাক্ষর যদি L হয়, তাহলে জানবেন ইতি খুবই প্রেমে খোলামেলা পরিবেশ পছন্দ করেন।এদের কোনওভাবে দমবন্ধ করা পরিবেশ পছন্দ নয়। তাই প্রেমের ক্ষেত্রে এঁরা স্পেস পছন্দ করেন। তবে প্রয়োজনীয় স্পেস টুকু দিলে, এঁদের থেকে ভালো প্রেমিক / প্রেমিকা মিলবে না।খোলা মেলা স্বভাবের মানুষ বলে এঁদের সকলেই পছন্দ করেন।তাই কাজের জায়াগায় সবাই এঁদের সঙ্গে বন্দুত্বপূর্ণ আচরণ করেন।তবে অতিরিক্ত হাসি ঠাট্টা করার জন্য কখনও কখনও কারোর বিরাগভাজন হন এঁরা। তবে ভগ্যক্রমে এঁদের ভীষণ দুর্ঘটনা প্রবণতা রয়েছে। তাই সময়ে অসময়ে তাঁরা দুর্ঘটনার কবলে পড়ে যান।বেশ অশান্ত স্বাভাবের হলেও কোনও কাজেই এদের এনার্জির অভাব হয় না। এদের সব থেকে বড় গুণ হল সব ধরনের পরিস্থিতির জন্য় এরা প্রস্থুত থাকেন। ফলে সহজে বিপদে এরা পরেন না। বড় মনের অধিকারি হন এবং কোনও কিছু স্থির করে নিলে তা অর্জন করেই শ্বাস নেন। ভালোবাসা এবং রোম্যান্সই এঁদের কাছে সব। সব কথাই মন দিয়ে ভাবেন। যে কোনও সম্পর্ককে খুব গুরুত্ব দিয়ে থাকেন। কাউকে কষ্ট দেন না। ছোট ছোট জিনিসেই এঁরা খুশি থাকেন। সমাজ এবং পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। সাফল্য লাভ করেন। সবসময় হাসি-খুশি থাকেন এঁরা। সাহিত্যকে কেরিয়ার হিসেবে বেছে নেন। অর্থাভাব হয় না।
শুরুতে যাঁদের M রয়েছে:
নামের শুরুতে যদি M থাকে কারও, তাহলে জানবেন তাঁর উপর আপনি নির্ভর করে থাকতে পারবেন। সেই ব্যক্তি ভীষণভাবে বিশ্বাসী হন। M অক্ষরের সঙ্গে ৪ সংখ্যাটি সম্পর্কিত।তাই এঁরা ভীষণ দৃঢ়চেতা।কারণ ৪ সংখ্যারও এই বৈশিষ্ট বিদ্যমান।আত্মবিশ্বাসের দিক থেকে M আদ্যাক্ষরের নামের মানুষদের জুড়ি মেলা ভার। এঁরা মূলত কাজ নিয়ে থাকতে ভালোবাসেন। খুবই কাজের মানুষ।কোনও কাজ এঁদের কাঁধে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন।তবে নিয়মানুবর্তিতার বিষয়ে এঁরা খুবই দুর্বল। কোনওভাবেই এঁরা নিয়ম মাফিক জীবনধারন করেন না।তবে সততা এঁদের মধ্যে প্রবল।এঁরা নিজের কাজ, পরিবাবর বন্ধুদের প্রতি যথেষ্ট সৎ।তাই এঁদের ওপর সহজেই ভরসা করা যায়। নামের শুরু যদি M দিয়ে হয়ে থাকে, তাহলে বলা যায়, এঁরা নিজের কাজের বিষয়ে খুবই যত্নবান, ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন।M -এদের বলে দিতে হয়না কোন কাজের পর কোন কাজ করতে হবে।এঁরা গুছিয়ে কাজ করে নেন। তবে সমস্ত বিষয় যুক্তি দিয়ে জানতে বুঝতে গিয়ে, এঁরা মাঝে মাঝেই ঝগড়া বা বিতর্কের মধ্যে পড়ে যান।সমস্ত বিষয়ে তর্কাতর্কি করা এঁদের স্বভাবজাত দিক। এঁদের ধৈর্য খুবই কম।তাই সহজেই এঁরা তর্ক করতে শুরু করে দেন।তাই বহু ক্ষেত্রে এই ধরনের মানুষরা অপ্রিয় ও অনভিপ্রেত হয়ে পড়েন।এরা সাহসি, বুদ্ধিমান এবং কর্মঠ হন।বন্ধু হিসেবে বিশ্বাসযোগ্য এবং লোক ঠকিয়ে কাজ অর্জন করতে একেবারেই চান না।এমনটা মনে করা হয় যে, এমন মানুষেরা খুব আবেগপ্রবণ হওয়ার করণে ভুল জিনিস মেনে নিতে খুব কষ্ট হয় এদের।একথায় বিপ্লব যেন এদের রক্তে।বুঝতেই পারছেন তো আবেগপ্রবণ এবং বিপ্লবী, এর থেকে ভয়ঙ্কর কম্বিনেশন আর হয় না বললেই চলে।এঁরা খুব ভাবুক স্বভাবের।সব সময় গভীর চিন্তা-ভাবনায় ডুবে থাকেন।এ কারণে এঁরা অন্যের জন্য ঘাতক প্রমাণিত হতে পারেন।তাই এমন ব্যক্তিকে কখনও বিরক্ত করেবন না।কোনও কিছু একবার ধরে নিলে এঁরা সহজে ছাড়তে চান না।ভাগ্য এঁদের সঙ্গে থাকেন।তাই অর্থ এবং সম্মান-- দুই-ই এঁদের হাতের মুঠোয় থাকে। এই অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয়, তাঁরা রাজনৈতিক ক্ষেত্রকে নিজের কেরিয়ার হিসেবে নির্বাচিত করেন। এঁরা সুবক্তা এবং লেখক।তবে কোনও জায়গায় অশান্তি শুরু হলে, সেখানে শান্তি স্থাপনের জন্য সবচেয়ে আগে উদ্যোগ নেন এই মানুষরা। তাঁরা সবসময়ে ভালো কাজ করেন । এই ধরনের মানুষরা খুবই ভালো মধ্যস্থতাকারী হিসাবে প্রতিপন্য হন। ভালো কাজ করে দেখানোর জন্য প্রয়োজনীয় গুণ এঁদের মধ্যে থাকে। প্রত্যেককে সঙ্গে নিয়ে চলতে এঁরা পছন্দ করেন। গোষ্ঠীবদ্ধ হয়ে কাজ করার ক্ষেত্রে এঁদের জুড়ি মেলা ভার।
নামের শুরুতে N থাকলে :
N দিয়ে নাম শুরু হলে , সংখ্যাতত্ত্বের বিচারে তার সঙ্গে সম্পর্কিত থাকে ৫ সংখ্য়াটি। ৫ সংখ্যা , স্বাধীনতাবোধ ও কল্পনা ইত্যাদি বিষয়কে প্রশ্রয় দেয়।নামের শুরুতে N থাকলে তাঁদের চারিত্রিক বৈশিষ্ট যা হয় যেহেতু এই ধরনের মানুষের নামের সঙ্গে ৫ সংখ্যাটি সম্পর্কযুক্ত , তাই এঁরা এংরা সবসময় কর্মঠ হন। পাশপাশি সাহসীও হন। তবে এঁদের কোনো নিয়মমাফিক ছকে ধরা যায়না। কোন সময় কী কাজ করবেন এঁরা নিজেরা ছা়ডা বাইরের কেউই বুঝতে পারেন না।খুবই স্পষ্টবাদী, সোজাসাপটা বক্তব্য রাখতে এঁরা ভালোবাসেন। খানিকটা বুদ্ধিদীপ্ত হওয়ায়, এঁদের মধ্যে গোয়েন্দা হওয়ার প্রবণতা বেশি থাকে। কল্পনা শক্তির দিক থেকে এঁরা চুড়ান্ত প্রখর। সারা বিশ্ব একদিকে হয়ে গেলেও, এঁরা নিজেদের মূ্ল্যবোধে অনড় থাকেন।
নিজেদের বাইরের জানান দিতে এঁরা সম্পূর্ণ স্বাধীনতা চান। চিরাচরিত পরম্পরা থেকে বেরিয়ে এঁরা সবসময়ে নিজেদের মধ্যে সময় কাটাতে ভালো বাসেন। কোনও নির্দিষ্ট রুটিনের মধ্যে এঁরা নিজেদের বাঁদে রাখতে ভালোবাসেনা। পরিবর্তনশীল যাবতীয় জিনিস এঁরা পছন্দ করেন।যেকোনোও কাজ করতে করতে আচমা অন্যদিকে চলে য়াওয়ার প্রবণতা থাকে এঁদের। কিম্বা কখনও দেখা যায়, কোনো একটি কাজের মাঝপথেই তাকে বন্ধ করে দেয় এঁরা। পলে ধৈর্যের অভাব এঁদের মধ্যে প্রবল। তাছড়াও স্থিরতা এঁরা পছন্দ করেনা। কোনও ভাবেই চলার পথে রুখে যেতে এঁরা ভালোবাসেন না । তবে মাঝে মধ্যে এঁরা হিংসাপরায়ণ হয়ে ওঠে। যার ফলে বিপাকে পড়ে যায় যখন তখন।চঞ্চল মানসিকতার হলেও পড়াশোনায় এরা বেশ ভাল হয়। শুধু তাই নয়, লেখক এবং পেন্টার হিসেবেও এরা খুব সুনম অর্জন করেন। এদের দেখে লাজুক মনে হলেও বাস্তবে কিন্তু একেবারেই এরা এমন হন না। এই অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয়, তাঁরা স্বাধীনতা পছন্দ করেন। অন্য কারও কথা শোনেন না। কখন কী করে বসবেন, তা এঁরাও জানেন না।এঁরা সবসময় নিজের ব্যাপারে ভাবেন। যা পছন্দ হয়, তা-ই পাওয়ার ইচ্ছা রাখেন। তবে তার জন্য এঁরা কোনও পরিশ্রম করতে নারাজ। প্রয়োজনের চেয়ে বেশি ঠোঁটকাটা। স্বার্থপর। বাইরে থেকে শান্ত মনে হলেও, খুব বেশি আক্রমণাত্মক। ধীরেসুস্থে কাজ করতে পছন্দ করে। নিজের সমালোচনা পছন্দ করেন না। মৌলিক জিনিসের অভাব থাকে না। লক্ষ্মীর কৃপাধন্য হয়ে থাকেন।এঁরা সাধারণত অন্যের উপর নির্ভর করে চলতে পছন্দ করেন। তবে এঁরা নিজেরা নিজের কাছে সৎ থাকেন। নিজেকে সৎ রাখতে এঁরা যাবতীয় চেষ্টা করেন। তার ফলে এই ধরনের মানুষদের আশপাশে সব সময়ে কেউ না কেউ থাকেন। তবে বেশ কিছু সময়ে দেখা যায়, কারণে অকারণে এঁরা জীবন নিয়ে বিরক্ত হয়ে যান। ফলে তখন নেমে আসে অবসাদ।
নামের শুরু যদি O দিয়ে হয় :
O যদি নামের শুরুতে থাকে তাহলে তাঁরা খুবই আগলে রাখতে চান আশপাশের সকলকেভালোবাসা, আদরে ,যত্নে তাঁরা আশপাশের সকলকে নিজের করে নিতে পারেন।আর তাঁদের এই চারিত্রিক বৈশিষ্টের জন্য তাঁকে অনেকে ভালোবাসে।এই ধরনের মানুষদের কৌতূহলবোধ অনেক বেশি থাকায়,তাঁরা সম্ভাবনাময় গবেষক হয়ে উঠতে পারেন।এছাড়াও এই ধরনের মানুষের মধ্যে ভবিষ্যতের শিক্ষক হওয়ার প্রবণতা লুকিয়ে থাকে।এঁরা সফল শিক্ষকও হয়ে ওঠেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়,এঁদের মধ্যে জ্ঞানের বিকাশ বেশি থাকায় , এরা রাজনৈতিক নেতা হিসাবেও বেশ নাম করেন।যেকনও বিষয় সম্পর্কে এঁরা খুবই গভীরভাবে ভাবনা চিন্তা করেন।নিজেদের মূল্যবোধকে টিকিয়ে রাখতে সবরকমের চেষ্টা করেন এঁরা।অন্য কাউকে ভালো রাখতে এঁরা নিজেদের সমস্ত কিছু উজার করে দেন।খুবই বুদ্ধিদীপ্ত মানুষ এঁরা।এঁদের আকর্ষণ করার ক্ষমতা প্রবল।তবে সময়ে সময়ে o অক্ষরের মানুষরা , অনেকটাই গম্ভীর হয়ে পড়েনতাঁদের মধ্যে ভবিষ্যতকে দেখার প্রগাঢ় ক্ষমতা থাকে।O অক্ষরটির সঙ্গে ৬ সংখ্যাটি সম্পর্কিত থাকে।তাই সততা , বিচার , ন্যায়বোধে এই ধরনের মানুষরা অনেকটাই আগ্রাসী হন।যেকোনও বিষয়ে নিজেকে পরিষ্কার রাখতে এঁদের চরম উদ্যোগ চোখে পড়ার মতো। তবে সময়ে সময়ে অতিরঞ্জিত ভাবে বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে যান এঁরা। এর ফলে বহু মানুষের বিরাগভাজন হন এঁরা।এরা পড়াশোনার খুব ভাল হন।খুব কম বয়সেই এরা এদের পছন্দের জীবনসঙ্গীকে পয়ে যান।কেন এমন হয় জানেন।কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এরা ভালবাসকে খুব গুরুত্ব দেন।তাঁরা খুব লাজুক স্বভাবের হয়ে থাকেন।কিন্তু কখনও কখনও এঁরা এমন কোনও কাজ করে ফেলেন,যা অনেকে করার কথাই ভাবতে পারে না।এঁরা খুব আকর্ষক।সকলেই এঁদের পছন্দ করে।এ কারণে প্রায়ই এঁরা অফিসে শীর্ষপদের অধিকারী হয়ে থাকেন।ভালোবাসা এবং সম্বন্ধ এঁদের কাছে খুব গুরুত্বপূর্ণ।এই অক্ষর দিয়ে যাঁদের নাম, তাঁরা সাধারণত প্রেম বিবাহ করে থাকেন। জীবনে খুব উন্নতি করেন, সকলকে সঙ্গে নিয়ে চলতে পারেন।
নামের শুরু যদি P দিয়ে :
আপনার নাম যদি P দিয়ে শুরু হয় ,তাহলে আপনার নামের সঙ্গে সম্পর্কিত রয়েছে ৭ সংখ্য়াটি।৭ দ্বারা আধ্যাত্মিকতাকে বোঝায়। তবে শুধু তাই নয়, নামের শুরুতে P থাকলে অনেক কিছুগুণই থাকে সেই ব্য়াক্তির ।নামের শুরু যদি P দিয়ে হয় তাহলে তাহলে তাঁরা আশপাশের সমস্ত বিষয় নিয়ে প্রচণ্ড কৌতূহলী হন।তাঁর সঙ্গে সঙ্গে ক্ষমতায়নেও এঁরা বিশ্বাসী হন।ক্ষমতার লোভ এঁদের মধ্যে থাকে সুপ্ত অবস্থায়।তাই বাইরের কারোর কাছে তা সহজে প্রকাশ পায়না।জ্ঞানের ক্ষেত্রে এঁদের বিস্তার অনেক । যেহেতু সমস্ত বিষয় সম্পর্কে এঁদের কৌতূহল রয়েছে, তাই এঁরা খুবই জ্ঞানী হন।যেকোনও বিষয়ে তাঁদের শেখার ইচ্ছা প্রবল।তাঁদের মধ্যে শিক্ষক হওয়ার সুপ্ত একটা বাসনা থাকে।তিনি আধ্যাত্মে বিশ্বাসী হন।যেকনোও বিষয় তাঁরা ঠান্ডা মাথায় ভেবে ,অনেক শান্তিতে কাজ করেন। যে কোনও বিষয়ে কাউকে শেখাতে পড়াতে হলে এঁদের জুড়ি নেই।নিজের সমস্ত রকমের বুদ্ধি দিয়ে এঁরা বিষয়গুলির বিচার বিবেচনা করেন।বহু জন আছেন যাঁদের নামের শুরুতে P থাকে তাঁরা একটু আলাদা থাকতে ভালোবাসেন। সবাইয়ের সঙ্গে এঁদের মিল হয়না। সাবাইকে এঁরা পছন্দও করেন না।তাই ভিড় থেকে দূরে থাকতে এঁরা ভালোবাসেন। এই ধরনের মানুষরা খুব ভালো পর্যবেক্ষক হন। তবে একটু স্বার্থপরতার ভাব এঁদের মধ্যে থাকে।এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা খুব ক্রিয়েটিভ হন। লাভ লাইফও এদের খুব ভাল হয়। তবে জীবনসঙ্গী যাতে দেখতে খুব সুন্দর হন, সেদিকে এদের খুব নজর থাকে। প্রসঙ্গত, কথা বলতে এরা এতটাই পারদর্শি হন যে কথা বলার মাধ্যমে যে কারও মন জয় করে নিতে পারেন। দেশ, দুনিয়া, ঘর, পরিবার সকলের ব্যাপারেই এঁরা ভাবেন। নিজের সম্মানই এঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার জন্য এঁরা যে কোনও ধরনের ত্যাগ স্বীকার করতে পারেন। নিজেদের পৃথক সিদ্ধান্ত থাকে, তাই কোনও ধরনের আপস করেন না।এঁরা নিজের ভাবনা অন্যের ওপর চাপিয়ে থাকেন, তাই নিজের বাড়িতেই বিরোধের সম্মুখীন হতে হয়। এঁরা খুব চালাক।তাই এই নামের লোকেরা সাধারণত ব্যবসায়ী।ভালো পরিমাণে অর্থ থাকে। এঁরা খুব আকর্ষক।
নামের আদ্যাক্ষর Q হলে :
নামের শুরু যাঁদের Q দিয়ে হয়, সংখ্যাতত্ত্ব অনুযায়ী তাঁদের সঙ্গে ৮ সংখ্যাটি সম্পর্কিত । ফলে তাঁদের জন্মলগ্ন থেকেই ধন সম্পত্তির প্রাচুর্য থাকে। একটা অদ্ভুত নিজস্বতা থাকে এঁদের মধ্যে। যার দ্বারা নিজেকে অন্যদের থেকে এঁরা আলাদা করতে পারেন। ভিড়ের মধ্যেও এঁদের আলাদা করে চেনা যায়।বস্তুত এঁরা বীভৎস বুদ্ধিমান হন।মেধায় এঁরা অতুলনীয়।দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে পরিস্থিথি সামাল দিতে এঁরা সব সময়ে এগিয়ে থাকেন। এঁদের ইচ্ছাশক্তি চূড়ান্ত। কর্তব্যবোধও প্রবল, তাই পরিবারে কারোর নামের শুরু যদি Q হয় ,তাহলে তাঁর ওপর ভরসা রাখতে পারেন।এছাড়াও সাহসীকতার দিক থেকে এঁদের সমতুল্য প্রায় কেউই নেই।প্রেমিক বা প্রেমিকার নামের শুরুতেই যদি Q থাকে তাহলে জানতে হবে সেই মানুষটিকে চোখবুজে বিশ্বাস করা যায়।এই ধরনের মানুষরা একটু দার্শনিকতা পছন্দ করেন। এঁদের মধ্যে স্থায়িত্ব সম্পর্কিত ভাবনা অনেক বেশি।তাই যেকোনও পরিস্থিতিতে স্থিরতা বজায় রাখতে পারেন এঁরা।এঁরা প্রকৃতপক্ষে খুবই সরল, মানবিক।তবে লক্ষ্য পূরণের জন্য় এঁরা অনেক কিছুই করতে পারেন। যেকোনও কাজ করতেই তাঁরা আগ্রহী হয়ে ওঠেন। এঁদের কাছে যে কোনো সম্পর্কের গুরুত্বই যথেষ্ট দামি। তাই সম্পর্ক টিকিয়ে রাকার বিষয়ে এঁরা খুবই আগ্রহী।এরা আবৃত্তিকার এবং লেখক হিসেবে খুব সুনাম অর্জন করেন। তবে অন্যের কথা মেনে নিতে খুব কষ্ট হয় এদের।এরা মনে করেন, এরা যা বলছে তাই ঠিক, বাকিরা ভুল।এঁরা খুব ক্রিয়েটিভ।খালি বসে থাকে এঁদের এক্কেবারে না-পসন্দ।জীবনের প্রতি এঁদের দৃষ্টিভঙ্গী খুবই দার্শনিক।ছোট ছোট জিনিসেই খুশি থাকেন। এঁদের কাছে নিজের কাল্পনিক পৃথিবীই সবকিছু। জীবনে অনেক কিছু পেতে হবে-- এমন কোনও ধারণা এঁদের মধ্যে নেই।তবে প্রয়োজনীয় সমস্ত কিছুই এঁরা পেয়ে থাকেন।নিজের পৃথিবীতেই এঁরা হারিয়ে থাকেন, অন্যের অনিষ্ট করা এঁদের স্বভাব নয়।কিন্তু নিজের স্বভাবের জন্য এঁরা লোকের কাছে হাসির পাত্রে পরিণত হন। খুব ভালো জীবনসঙ্গী।এঁরা সাধারণত কম রাগ করেন। কিন্তু এক বার রেগে গেলে এঁদের শান্ত করা খুব কঠিন।
নাম যদি R দিয়ে শুরু হয়:
নামের শুরু যদি R দিয়ে হয় তাহলে ,সেই মানুষটি কেমন হন জেনে নেওয়া যাক।এঁদের মধ্যে বহু গুণাগুনের সম্মেলন দেখা যায়।রয়েছে প্রচুর ইতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্যসাধারণত এঁরা খুবই সহ্যশীল হন।জ্ঞানের ক্ষেত্রে বিচারণ করতে এঁদের ভালো লাগে।তাই যেকোনও বিষয়ে এঁদের প্রজ্ঞা অতুলনীয়।মানবিকতাবোধ আর জ্ঞানের মিশেলে এঁদের জুড়ি মেরা ভার।তবে জ্ঞান যেহেতু খুবই বেশি,তাই কূটনৈতিকবোধও এঁদের মধ্যে তুমুল।যা তাঁদের বিপদে আপদে সাহায্য করে।বর্ণমালার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নামের শুরুতে কারোর R থাকলে সে যেকোনও ঘটনা আগে থেকে আঁচ করতে পারে।ফলে,তাঁদের যেহেতেু জ্ঞান ও আদর্শবোধ খুব বেশি,তাই তার সঙ্গে এই বিশেষ গুণ যোগ হয়ে,এই ধরণের মানুষরা অনেকটাই নির্ভরযোগ্য হয়ে ওঠেন সবার কাছে।তাঁদের মধ্যে থাকে সুপ্ত এক শিল্পীসত্ত্বা। এছাড়া এঁরা সংস্কৃতিমনস্ক হন।ফলে শিল্প আর সংস্কৃতির মিশেলে এঁরা আরচারপাঁচজনের থেকে আলাদা হন।নাম R দিয়ে শুরু হলে সেই ব্যক্তি পরিবারের দিকে মনো নিবেশ করেন।পরিবারের আনন্দ শান্তির জন্য নিজের সমস্ত কিছুই ত্যাগ করতে রাজি হয়ে যান তিনি।তাই বিলাসিতার যাবতীয় জিনিস তাঁরা পছন্দ করেন।যা দিয়ে পরিবার বা গৃহস্থ সুখী হয়।এঁরা চিরকালই সৌন্দর্যের উপাসক হন।সাধারণত এঁরা দানশীল হন। অনেক ক্ষেত্রেই এঁদের দান ধ্যান করতে দেখা যায়।খুবই বিনয়ী ধরনের মানুষ হন এঁরা। ফলে অনেকেই এঁদের সঙ্গ পছন্দ করেন।তবে সময়ে সময়ে মাথা গরম হলে এঁদের থেকে খারাপ লোক আর হয়না।এদের বিশ্বাস করা যায়।কারণ মানুষ হিসেবে এমন মানুষেরা খুব ভাল হন।তবে নিজেদের জীবন নিয়ে এরা খুব একটা ভাবতে চান না।শান্তিতে থাকতে পছন্দ করলেও চ্যালেঞ্জ নিতে এরা কখনও পিছপা হন না।একথায় এমন মানুষদের চরিত্র বেজায় পরস্পর বিরোধী হয়।এঁরা শুধু নিজেকে নিয়েই থাকেন। কম কথা বলেন, নিজের পৃথিবীতেই সর্বক্ষণ বিচরণ করেন এঁরা।কে কী বলল, কী করল তাতে এঁদের কিছু আসে যায় না।তাই বৈবাহিক জীবনে বচসা-বিবাদ লেগেই থাকে। সবসময় নতুন কিছু খুঁজে বেড়ান।এই অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁরা জ্ঞানপিপাসু হয়ে থাকেন।তাই লেখক, দার্শনিকদের সঙ্গে এঁদের সখ্য বেশি।এই নামের লোকেরা সাধারণত বৈজ্ঞানিক হয়ে থাকেন।খুব দ্রুতগতিতে উন্নতি হয় এঁদের।এরা মনের দিক দিয়ে খুব ভালো।
মের শুরুতে S থাকলে :
নামের আদ্য অক্ষর যাঁদের S ,তারা সবসময়ে, নতুন কিছু করার বিষয়ে উদ্যোগী হয়।নতুন ভাবনা চিন্তা নিয়ে এঁরা এগিয়ে যান নিজের লক্ষ্যে।S অক্ষরটির সংখ্যাতত্ত্ব অনুযায়ী মান ১ । তাই এঁরা যে অবস্থাতেই থাকুন না কেন, শেষমেশ উচ্চপদে আসীন হয়ে ক্ষমতার রাশ নিজের হাতে রাখায় বিশ্বাসী।সাধারণত এঁরা এই কাজে সাফল্যও পান।দুনিয়াকে নতুন কিছু আবিষ্কার মূলক বিষয় তুলে দেওয়ার পক্ষপাতী এঁরাতাই ভালোমন্দ যে কাজই হোক না কেন, এঁরা যা করেন তা অভূতপূর্ব।এঁরা তুমুল আত্মবিশ্বাসী, পরিস্থিতি যেমনই হোক না কেন, এঁরা সেখান থেকে নিজেকে বেরিয়ে আনার বিষয়ে সবসময়ে আত্মবিশ্বাসী হন। এঁদের ইচ্ছা শক্তি দ্বারাই সমস্ত বাধা বিপত্তি এঁরা জয় করে নিতে পারে। কোনও পুরনো একঘেয়ে ভাবধারায় এঁরা বিশ্বাস নন। ব্যবসার ক্ষেত্রে ,কাজের ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে, এই ধরণের মানুষরা সঙ্গী হিসাবে খুবই ভালো ও নির্ভরযোগ্য। স্বামী, প্রেমিক, বা স্ত্রী-প্রেমিকা হিসাবে এঁরা বিশ্বস্ত হন। তবে সচারসচর নামের শুরুতে কারও S থাকলে সেই ব্যক্তি রোম্যান্টিক হন না। পেশার দিক থেকেও এঁরা সহজেই মানুষের মন জয় করে, উচ্চপদস্থ পদে আসীন হয়ে যান। এঁদের সবাই ভালোবাসেন বলেও , নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এঁদের জুড়ি মেলা ভার! খুব বুদ্ধিদীপ্ত মানুষ হওয়ায় এঁদের কূটনীতিবোধ চরম। তবে সময় সময়ে প্রচন্ড রাগের কারণে এঁরা অনেক বিপদের সম্মুখীন হন।এদের চরিত্র বেশ রংবেরঙের হয়। এরা সবার নজরে থাকতেও খুব পছন্দ করেন। তবে কর্মঠ হওয়ার কারণে কর্মজীবনে এরা খুব সফল হন। অর্থনৈতিক অবস্থাও এদের মন্দ হয় না। স্বপ্ন দেখতে এরা খুব পছন্দ করেন। আর সেই অনুযায়ী জীবন চালানোর চেষ্টাও করে থাকেন।বহুমুখী প্রতিভার অধিকারী হন এঁরা। খুব বেশি কথা বলেন। আবার খুব বেশি সমালোচিত হয়ে থাকেন। রহস্যময়, সহজে নিজের মনের কথা কাউকে জানান না। নিজের ভালোবাসার প্রতি খুব সতর্ক, সন্দেহ বাতিকগ্রস্ত হয়ে থাকেন। কারণ, এঁরা নিজের ভালোবাসা অন্যের সঙ্গে ভাগ করতে চান না। অর্থ এবং সম্মান দুই-ই লাভ করেন। নিজের জিনিস কারও সঙ্গে ভাগ করে নেন না। কিপ্টে, লোক দেখানো পছন্দ করেন। মনের দিক দিয়ে খারাপ হন না, তবে এই সমস্ত স্বভাবের কারণে অনেকের এঁদের ভুল বুঝে নেন।সব থেকে বেশি নাম s অক্ষর দিয়ে হয় ।এদের সবথেকে বড়  গুন্ হলো এরা knowledge এর পোকা হয় ।যেখান থেকে যতটা পারে জ্ঞান collect করতে থাকে ।কঠোর পরিশ্রমী আর বুদ্ধিমান হয় ।এরা  খুব সুন্দর কথা বলতে পারে ।যা কথা দেয় তা রাখার চেষ্টা করে থাকে ।মন খুব পরিষ্কার হয় ।রাগ হলে প্রচুর মাথা গরম হয়ে যায় ।যদি লাইফ পার্টনার s অক্ষর দিয়ে নাম হয় সে অন্যের উপর প্রভাব বিস্তার করে ফেলে ।প্রেমের বিষয়ে এরা খুব বিশ্বাসযোগ্য হয় ।কোনো মূল্যেই প্রেম কে হাতছাড়া করতে চায় না ।ব্রেন দিয়ে নয় হার্ট দিয়ে ভাবে ।এদের নিঃসন্দেহে বিশ্বাস করা যায় ।এরা প্রেমে থেকে যায় কিন্তু কাউকে ঠকায় না ।স্বার্থ পর হয় প্রেমের ক্ষেত্রে কোনো ভাবে প্রেমিক বা প্রেমিকা কে অন্যের সাথে দেখতে পারে না ।তাই মাঝে মাঝে সন্দেহ অবশেষে ঝগড়া ও break up পর্যন্ত হয়ে যায় বেশির ভাগ ক্ষেত্রে এরা আকর্ষক চেহারার হয় ,যদি তা নাও হয় ব্যাক্তিত্বর জোরে সবাইকে দিয়া কাজ আদায় করতে পারে ।সত্যের প্রতি নিষ্ঠাবান হয় ।সত্যের জন্য সবার সাথে লড়ে যেতে পারে ।এরা চাইলে ভালো নেতা হতে পারে ।এনজয় করতে খুব ভালোবাসে ।পরিশ্রমী হয় বলে নতুন উপায় বের করে ফেলে ,একই কাজ আলাদা আলাদা উপায়ে করতে পছন্দ করে ।প্রচুর বন্ধু হয় ।বন্ধুদের সাথে কোনোদিন ছলনা করে না ।কোনো বন্ধু ধোকা দিলে তাকে কখনো ক্ষমাও করে না ।একটু লোকদেখানো মনোভাব থাকে ।এরা চায় লোক এদের দেখে জেলাস হোক ।সে ক্ষেত্রে অনেক সময় অনেকের শত্রুতার মধ্যে ও পড়তে হয় ।এরা জীবন সাথীর প্রতি নিষ্ঠাবান হয় ।মেয়েদের থেকে পুরুষদের বৈবাহিক জীবন সুখের হয় ।মেয়েরা নিজেদের আধিপত্ত বিস্তার করেই ফেলে ।সে ক্ষেত্রে মনোমালিন্য প্রায় ঘটে থাকে ।কখনো ছোট ছোট কথায় বড় issue বানিয়ে নিজেও কষ্ট পায় অন্য  কেও কষ্ট দেয় ।মোটের উপর বৈবাহিক জীবন সুখের হয় ।


যেহেতু নেতৃত্ব করার ক্ষমতা আছে তাই যেকোনো নেতৃত্ব মূলক কাজে সাফল্য লাভ করতে পারে ।ভালো নেতা হতে পারে ।
নামের শুরুতে T থাকেল :
নামের আগে T থাকলে ,তাঁরা শান্তিপ্রিয় মানুষ হন। যে কোনও ঝামেলা হয় এড়িয়ে যান।দুটি দিক সমান তালে ধরে রেখে এগিয়ে নিয়ে যাওয়ার এক অভূতপূর্ব ক্ষমতা এঁদের মধ্যে রয়েছে। ফলে যেকোনও পরিবেশে এঁরা মানানসই।দুটি দিক ভালোভাবে বজায় রেখে চলা এঁদের পক্ষে ‘বাঁয়ে হাত কা খেল’! তাই যেকোনও পরিস্থিতি এঁরা কূটনৈতিকভাবে সামলায়।তাই সমস্যায় পড়লেও এঁরা সহজে কাটিয়ে বেরিয়ে আসতে পারে। এর ফলে সাফল্য এঁদের কাছে আসতেই থাকে।জীবনে এমন কোনো কাজ সাধারণত এঁরা করেন না , যার ফলে আয়নার সামনে দাঁড়ানো যায় না।তাই পরিস্থিতি যেমনই হোক, চাপ কাটিয়ে বেরিয়ে আসেন তাঁরা। নামের শুরুতে কারোর T থাকলে জানবেন ,তিনি নিজে নিজের কাছে সব সময় সৎ থাকেন।এদের সহ্য ক্ষমতা প্রবল। তার আরেকটি কারণ, এঁরা মাথা ঠান্ডা মানুষ।চট করে রেগে যান না বলেই, পরিস্থিতি সামাল দিতে পারেন। আর সেজন্য শান্তি প্রতিষ্ঠায় এঁদের জুড়ি নেই! যে কারোর কোনও দরকারে এঁরা ঝাইপিয়ে পড়েন, ও তাঁকে যতটা সমর্থন দেওয়া যায়, ততটাই দিতে থাকেন।বাইরে যতটা এঁরা দেখান যে এঁরা শান্ত প্রকৃতির, ততটাই ভেতর ভেতর এঁরা অশান্ত থাকেন। অনেক ক্ষেত্রে ধার্মিক বিষয়েরও বহু প্রশ্ন এঁদের মধ্যে জেগে ওঠে। তাই মনের অশান্তি খানিকটা বেড়ে যায়। তবে কিছু ক্ষেত্রে এঁরা অপরের দ্বারা চালিত হন।তাই বিপদে পড়ার আশঙ্কা থাকেকেরিয়ারের পাশপাশি ব্যক্তিগত জীবন নিয়েও এরা খুব সচেতন হন। তাই তো সব সময় নতুন কিছু জানার চেষ্টায় লেগে থাকেন। তবে অন্যের লাভ লাইফ নিয়ে এরা খুব হিংসাপ্রবণ হন। এই একটা বিষয় বাদ দিলে এমন মানুষরা চরিত্রগত দিক থেকে বেশ ভাল হন।যাঁদের নাম এই অক্ষর দিয়ে শুরু হয়, তাঁরা খুব বুদ্ধিমান হয়ে থাকেন। তর্কশক্তি খুব ভালো। এঁরা মিডিয়া, ওকালতি এবং প্রশাসনিক ক্ষেত্রে খুব উন্নতি লাভ করেন।অর্থ এবং নাম অর্জন করলেও, ভালোবাসায় খুব কাঁচা। তবে এঁরা খুব কেয়ারিং।তবে নিজের মনের ভাব ব্যক্ত করতে পারেন না। সুখ-দুঃখও সকলের সঙ্গে ভাগ করে নিতে পারেন না।সকলকে সুখি রাখতে এবং দুঃখ দূর করতে যান।
 নামের শুরুতে U থাকলে :
বাইরের মানুষের দৃষ্টি এঁরা চট করে নিজেদের দিকে টেনে নিতে পারেন। কিছুটা তাঁদের কথাবার্তা বলার ধরনের জন্যতো বটেই, তা ছাড়াও এঁদের মধ্যে আকর্ষণ ক্ষমতা অনেক বেশি। এই ধরণের মানুষরা সব সময়ে বেশ বিলাসিতা পছন্দ করেন। সুন্দর জিনিসের প্রতি এঁদের যথেষ্ট টান রয়েছে।রান্নাবান্না করা, আঁকাঝোঁকা,আল্পনা, ইত্যাদি বিষয়ে এঁদের খুব আকর্ষণ। তবে রান্নাবান্নার ক্ষেত্রে শৌখিন রান্নাই এঁদের বশি পছন্দ। তাই রোজকার রান্না করার ক্ষেত্রে খুব একটা আগ্রহী হন না এঁরা। সুন্দর কিছু গড়ে তুলতে বা বাড়ি, আশপাশকে সুন্দর রাখতে এঁরা সবসময়ে তৎপর হন। গান শুনতে এঁরা ভালোবাসেন। নামের শুরুতে U থাকলে, সেই মানুষ গান শুধু শুনতে নয়, গাইতেও ভালোবাসন। জন্মগতভাবেই এঁরা শিল্পী সত্ত্বার মানুষ। পাশপাশি এঁদের রয়েছে একটি শৌখিন ভাবধারাও। সব মিলিয়ে এঁরা গুণমানের বিচারে উচ্চমানের মানুষ। আপনার চেনা জানা কারোর নামের আগে যদি U থাকে, তাহলে তাঁকে উপহার দেওয়ার সময় সতর্ক থাকবেন। এই ধরনের মানুষরা একটু অন্যস্বাদের উপহার পছন্দ করেন, যা সচারচর উপহারের সামগ্রী বলে মনে করা হয়, তার থেকে বাইরে গিয়ে এঁরা অন্যকিছু ধরনের জিনিস পছন্দ করেন, যা গতানুগতিক নয়। সামাজিক দিক থেকেও এঁদের সংযোগে থাকেন বহু মানুষ। ফলে এঁরা সহজেই পরিচিতি পান।খুব অগোছালো হন এরা। তবে এমন মানুষরো অনন্দ করতে যেমন ভালবাসেন, তেমনি অ্যাডভেঞ্চার প্রিয় হন। স্বাধীনচেতা হওয়ার কারণে কেউ তাদের জীবনে নাক গলাক এমনটা একেবারেই মেনে নিতে পারেন না। সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এরা সাধারণত কোনও ভুল করেন না। এই অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয়, তাঁরা খুব বুদ্ধিমান এবং ভালো মনের মানুষ। ছোট ছোট কথাতেই এঁরা খুশি হয়ে যান এবং সকলকে সুখি করার চেষ্টা করেন। এঁদের মুখে হাসি লেগেই থাকে। দেরিতে হলেও জীবনে সাফল্য লাভ করেন। বাচ্চা ভালোবাসেন।জাতকের নিজেরই সুস্থ হয়ে ওঠার ক্ষমতা থাকে। আপনাদের বেঁচে থাকা নির্ভর করে পারিপার্শিক স্নেহ, ভালবাসা প্রভৃতি ইমোশানাল বিষয়গুলির উপর। ইমোশনাল আপসেট একটু এদিক-সেদিক হয়ে গেলে আপনারা সহজেই অসুস্থ হয়ে পড়েন। তবে কিডনি ও চোখের ব্যাপারে আগে থেকে সাবধান হওয়া ভাল।
যাঁদের নামের আগে V থাকে :
যাঁদের নামের আগে V থাকে, তারা আসলে খুবই পরিশ্রমী। কোনও কিছুতেই তাঁরা ক্লান্ত হন না। তাঁরা যেকনোও কাজের ক্ষেত্রেই উপযুক্ত। আর তাই সহজে খাটাখাটনি করে ক্লান্ত হয়ে পড়েন না। সবচেয়ে বড় বিষয় এঁরা কাজের মানুষ হিসাবে কদর পান।V অক্ষরযুক্ত মানুষদের নামের সঙ্গে সম্পর্কিত রয়েছে সংখ্য়া ৪। ফলে সংখ্যাতত্ত্ব অনুযায়ী ৪ সংখ্যার গুণমান এঁদের মধ্যে বর্তমান। এঁরা তাই কোনও গঠনমূলক কাজে নিজেদের জড়িয়ে রাখতে ভালোবাসে। কিছু গড়ে তুলতে এঁরা সব সময় পছন্দ করে।কাজের ক্ষেত্রে এঁরা সাধারণত উচ্চপদে আসীন থাকেন। দফতরর ম্যানেজার, সংগঠক হিসাবে এঁরা কাজ করেন। এছাড়াও এঁদের মধ্যে কাজ করার অসামান্য দক্ষতা থাকে। কাজের ক্ষেত্রে এঁরা খুব দক্ষ হন বলে প্রসিদ্ধি থাকে এঁদের।প্রত্যেকটি বিষয়ে এঁরা ভীষণভাবে বিস্তারিত তথ্যের দিকে ঝুঁকে পড়েন। তবে এঁরা খুবই কর্মোদ্যোগী। কাজ পাগল মানুষ বলতে যা বোঝায় ,এঁরা তাই। আর বিচক্ষণতা থাকার ফলে যে কোনও জিনিস এঁরা সহজেই করে ফেলতে পারেন। আর সেজন্যই এঁরা দক্ষ সংগঠক।এঁদের মন খুবই খোলামেলা হয়। খুব সহজ সরল পথে চিন্তাভাবনার মানুষ এঁরা। অন্যদের বিষয়ে সহানুভূতিশীল , বন্ধুবান্ধবদের ইচ্ছাকে এঁরা সর্বদা মর্যাদা দিয়ে চলেন। তবে নিজের মনের কথা কাউকে বলেন না। সাধারণত এঁরা একটু চাপা স্বভাবের।যতক্ষণ না পর্যন্ত কোনও কাজ শেষ হচ্ছে ততক্ষণ এঁরা হাল ছাড়েন না। তাই কোনও প্রকল্প এঁদের হাতে দেওয়ার পর যেকোনও মানুষ নিশ্চিন্তে থাকতে পারেন। অন্যদিকে এঁরা নিজের উর্ধতন কর্তৃপক্ষের কাছে সর্বদা নিবেদন প্রাণ থাকেন। তবে রাগ হলে , এঁদের থেকে খারাপ কেউ হয়না।এঁরা ভীষণ বাস্তববাদী। কাউকে কথা দিলে তার খেলাপ করেন না। এঁরা নিজের সম্বন্ধে সমালোচনা পছন্দ করেন। কারণ, খোলা মনে সব কিছুকে মেনে নিতে পারেন এঁরা।
যাঁদের নাম শুরু হয় V দিয়ে :
 এরা স্বাধীনচেতা। কোনও বেড়াজালই এই অক্ষরের ব্যক্তির না-পছন্দ। মনের কথা শোনেন। জবরদস্তি কিছু করানোর চেষ্টা করলে, সেই কাজ কখনোই সফল হবে না। অন্যের মনের ভাব বুঝলেও, নিজের মনের ভাব কাউকেও জানান না। পারিবারিক এবং বৈবাহিক জীবনে সুখী হন।অত্যন্ত স্বাধীনচেতা৷ সম্পর্কে স্পেস পছন্দ করেন৷কখনও কখন একটু ছটফটে৷কিডনি ও চোখের ব্যাপারে আগে থেকে সাবধান হওয়া ভাল।
যাঁদের নাম শুরু হয় W দিয়ে :
নামের শুরুতে যদি W থাকে তাহলে সেই ব্যক্তির চিন্তা ভাবনা বা চরিত্রগত দিক থেকে একটু স্বাধীনচেতা হন। তবে এঁদের মধ্যেই রয়েছে এক শৈল্পিক ভাবনা চিন্তা। কিছু সৃষ্টিশীল ও চিন্তাশীল ভাবধারাকে এঁরা মনে মনে পোষণ করেন। এই ধরণের মানসিকতা সুপ্তভাবে এঁদের মনে থেকে যায়, ফলে বাইরের মানুষটি এই সব গুণের কিছু টেরও পায়না। নামের শুরু যদি W দিয়ে হয়, তাহলে সেই মানুষরা আলস্য় প্রিয় হয়ে থাকেন।
সংখ্যাতত্ত্বের বিচারে W মান ৫ ।৫ সংখ্যাটি স্বাধীনচেতা ব্যক্তিত্বকে প্রকাশ করে থাকে। যে মানুষরা নিজের কথা স্পষ্টভাবে বলতে পারে এঁরা সেই মানুষ হলেন এঁরা। নিজেদের আলস্যকে আরও বেশি করে উসকে দিতে পছন্দ করেন! এঁরা কিছুতেই একঘেয়ে জীবন ও চাকরি পছন্দ করেন না। একঘেয়েমি তাঁদের কাছে মৃত্যুর সমান। নাম যদি W দিয়ে শুরু হয়, তাহলে তাঁদের জীবনে অবধারিত কোনও না কোনওভাবে চরম আকারে চড়াই উতরাই রয়েছে। তবে সেই উত্থান পতন নিয়ে এই মানুষরা বিশেষভাবে বিচলিত হন না। কারণ তাঁরা ভালোবাসেন অ্যাডভেঞ্চার। জীবন যদি একঘেয়ে লাগতে শুরু করে, তাহে এঁরা হাঙ্গামা লাগিয়ে দেন।এঁরা যা তা নিয়েই গর্ব বোধ করেন। যে কোনও বিষয়ে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে থাকেন। নেতিবাচক উত্তর একেবারেই এঁদের অপছন্দ। রোম্যান্টিক এবং যত্নশীল। এঁরা পার্টনারের থেকেও অনেক ভালবাসা পাবেন।W- এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু, তারা আধিপত্য বিস্তার করতে ভালোবাসেন। এরা ইগোইস্টিক। সব সময় তাদের কথা মতো চলতে হবে, এমনই ধারণা পোষণ করেন এরা। এদের কথা অনুযায়ী কাজ না-করলে সেখানে থাকেন না। অর্থ এবং প্রতিপত্তি– দুই-ই এরা পেয়ে থাকেন। কিন্তু এই দুই-ই এদের অভিমানী করে তোলে। যারা এদের সামনে নতিস্বীকার করে নেন, তাদের সঙ্গেই ভালো সম্পর্ক রাখেন।
W- অত্যন্ত অহংকারী৷প্রেমের ব্যাপারে চট করে মুখ খুলতে চান না৷ইগো আপনার বড় সমস্যা৷ প্রেমিক হিসেবে খুব একটা বিশ্বস্ত নন৷

নামের শুরুতে X থাকলে :
ইংরাজী বর্ণমালার সমস্ত অক্ষরের ক্ষেত্রে একটি করে তাৎপর্য রয়েছে। আর সেই তাৎপর্য ধরেই নামের আগে যদি নির্দিষ্ট কোনও ইংরাজি বর্ণ থাকে, তাহলে তার প্রভাব সংশ্লিষ্ট ব্যক্তির উপর পড়ে। সৎ , অসৎ, দুর্বল মনের ,নাকি প্রখর বুদ্ধী রাখেন সেই মানুষটি, জানা যায় নাম থেকেই। একনজরে দেখে নেওয়া যাক নামের শুরুতে X থাকলে সেই মানুষটির ব্যক্তিত্ব কেমন হয়।X হল ইংরাজি বর্ণমাার ২৪ তম বর্ণ। এই বর্ণটি ৬ লম্বর সংখ্যাকে প্রতিস্থাপন করে। ফলে জ্যোতিষ সংখ্যাতত্ত্ব অনুযায়ী X যাঁদের নামের আগে রয়েছে তাঁদের চরিত্রের উপর ৬ সংখ্যার প্রভাব বেশি।সাধারণত X ,যাঁদের নামের আগে বসে , তাঁদের মধ্যে শিক্ষক হওয়ার প্রবণতা বেশি হয়। কারণ তাঁরা আশেপাশের মানুষদের শেখাতে পছন্দ করেন। এছাড়াও কোনও বড় পদে আসীন হওয়ার আকাঙ্খা থাকে এঁদের। যাতে তাঁরা অন্যদের কিছু সেখাতে পারেন। এছাড়াও প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে এঁরা খুবই তৎপর।যাঁদের নামের আদ্যাক্ষর X , তাঁরা সাধারণত ঐতিহ্য মেনে চলতে ভালোবাসেন। সে অফিসের ক্ষেত্রেই হোক বা ব্যক্তিগত কাজেই হোক এঁরাভালোবাসেন সব সময়ে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করতে। তবে এঁরা একটু যত্নবান হয়। তা সে নিজের বিষয়েই হোক বা অন্যদের বিষয়েই হোক, এঁরৈ খুবই যত্নশীল বন্ধু হন।ভালোবাসার দিকে থেকেও এঁরা খুবই আগ্রাসী। তবে প্রেমিক বা প্রেমিকার জন্য এঁরা প্রাণ দিতেও প্রস্তত হন। নিজের বান্ধবী বা বন্ধুর জন্য এঁরা সব কিছু ত্যাগ করতেো প্রস্তুত। ভালবাসা পাওয়ার সঙ্গে সঙ্গে ভালোবাসা পেতেও এঁরা পছন্দ করেন।নামের আগে X থাকলে , সেই সমস্ত মানুষরা পরিবার বর্গের পরিবেষ্টিত হয়ে থাকতে ভালোবাসেন। খুব কম ক্ষেত্রেই এই X নামের মানুষজনকে স্বর্থপর হতে দেখা গিয়েছে। তবে ক্ষেত্র বিশেষে এঁরা পরিবারের দায়ভার গ্রহণ করেন না, এমন নজিরও মিলেছে।এঁরা সাধারণত ধীর গতিতে কাজ করার পক্ষপাতি। খুব চট জলদি করে কোনও সিদ্ধান্ত নিয়ে এগোনোর বিষয়ে এঁরা রাজি নন। তবে নিজের ব্যক্তিগত বিষয় এঁরা একদমই বাইরে প্রকাশ করতে পছন্দ করেননা। তাই ব্যক্তিগত কাজ হোক বা সামাজিক কিছু, এঁরা ধীরে চলো নীতিতে এগিয়ে যান।

নামের প্রথম অক্ষর ‘এক্স’ দিয়ে শুরু হলে তাঁরা জীবনের প্রতিটা পদেই রোমাঞ্চের খোঁজ করেন। কোনও একটি সম্পর্কে আবদ্ধ হতে পারেন না এঁরা। অনেক সময়েই নিজের সম্পর্কে উচ্চ ধারণা নিয়ে চলেন এঁরা। কাজে পারদর্শী। সব কাজেই তাড়াহুড়ো করেন।ধৈর্য ধরে কোনও কাজ করেন না। কোনও কিছু পাওয়ার জন্য যত তাড়াহুড়ো করেন, তত তাড়াতাড়িই সেই জিনিস থেকে এদের মন সরে যায়। খুব পরিবর্তনশীল। কখন, কী করে বসবেন, তা নিজেরাও জানেন না। কিন্তু নিজের সমস্ত ইচ্ছা পুরো করেন। জীবনে সাফল্য লাভ করেন এই অক্ষরের নামের লোকেরা।অল্পেতেই বোর হয়ে যান৷একসঙ্গে দুটো কাজ অনায়াসে করতে পারেন আপনি৷
নামের শুরুতে Y থাকলে :
Y অক্ষরটি হল ইংরাজি বর্ণমালার শেষের আগের অক্ষর।ইংরাজি অ্যালফাবেটের হিসাবে এই অক্ষরটির সংখ্যাতত্ত্বগত মান ৭।এই ধরণের মানুষরা প্রচন্ড স্বাধীনচেতা হন।নিজেকে অন্যের কাছে বোঝানোর জন্য সব সময়ে সচেষ্ট থাকেন। যেটা পছন্দ নয়, তা মুখের ওপরেই বলেন।ফলে এঁরা একটু ঠৌঁট কাটা ধরণের হয়।নিজের কাজে কোনও রকমের বাধা এঁরা সহ্য করেন না। ফলে এঁদের সঙ্গে অনেকের বিরোধিতা চরমে ওঠে।সত্য উদ্ঘটনে এই ধরনের মানুষদের জুড়ি মেলা ভার।কোনও কিছু নিয়ে সন্দেহ হলে, যে কোনও পন্থাতেই এঁরা সত্য উদ্ঘাটনে পিছপা হন না কোনও বিষয়ে বিশ্লেষণ করতে গেলে এঁরা সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারে।এছাড়াও কারোর বিষয়ে খুব ঝটপট করে সিদ্ধান্তেও পৌঁছে যায়।নামের আগে Y থাকা কারোর সঙ্গে পরিচিত হলে আগে থেকেই জেনে রাখুন,এঁরা কিন্তু নিজের পছন্দের মানুষজন ছাড়া কারোর সংসর্গ বিশেষ পছন্দ করেন না।এঁরা স্বনির্ভর থাকতে সবসময় পছন্দ করেন।কিছু ক্ষেত্রে পর্দার আড়ালে থাকলেও তাঁদের মধ্যে থাকে অসম্ভব চালিকা শক্তি থাকে।ফলে এঁরাই টেনে নিয়ে যান কোনও বড় প্রকল্পকে।আশপাশের মানুষদের y আদ্যাক্ষর নামের লোকজন জ্ঞান দিতে দারুন ভালোবাসেন।তবে সব সময় লোকজন পরিবেষ্টিতভাবে থাকবার বান্দা এঁরা নন।তাই মাঝে মাঝে এঁদের স্পেস দেওয়াটা খুব জরুরি। নেতিবাচক দিক হিসাবে বলা যায়, এই ধরনের মানুষরা খুবই অলস ,এঁরা সংবেদনশীল। স্বাধীনভাবে চলাফেরা করতে পছন্দ করেন। সাহসী। ঝুঁকি নিতে ভয় পান না। ব্যবসায় আগ্রহী হয়ে থাকেন। এঁদের চিন্তাভাবনা প্রগতিশীল। নিজের মধ্যেই হারিয়ে থাকেন এরা। কম কথা বলেন, তাই মাঝেমধ্যে অনেক রুঢ় কথাও বলে ফেলেন।কিন্তু কোনও সম্পর্ক গড়ে তুললে খুব সততার সঙ্গে তা বজায় রাখেন। সংঘর্ষপূর্ণ জীবন, আপস পছন্দ করেন না। কেরিয়ার এবং জীবন, নিজের ইচ্ছা অনুযায়ী গড়ে তোলেন। সেই কাজই করেন, যাতে এরা সিদ্ধহস্ত। অর্থ এবং প্রতিপত্তি– দুই-ই পান, তবে একটু দেরিতে। স্মৃতিশক্তি এবং কল্পনাশক্তি খুব প্রখর।কোনও কিছু আপনার মনের মতো না হলে তক্ষুণি আপনি তা ছেড়ে দেন৷প্রতিযোগিতার দৌড়ে সামিল হওয়া আপনার পছন্দের৷
যাঁদের নামের আদ্য অক্ষর z :
ইংরাজি বর্ণমালায় সর্বশেষ অক্ষর zবহুজনেরই নাম এই অক্ষর দিয়ে শুরু হয়।নিউমেরোলজি অনুযায়ী zএর সমকক্ষ সংখ্যা হল ৮। ফলে যাঁদের নাম zদিয়ে শুরু হয় তাঁরা ভীষণভাবে ক্ষমতায়ণে বিশ্বাসী।তাঁদের বদ্ধমূল ধারণাই পরে বাস্তবে রূপান্তরিত হয়।এছাড়াও তাঁরা অনেক আশা নিয়ে যেকোনও কাজ করেন।এই ধরনের মানুষরা কাজে শান্তি বজায় রাখতে পছন্দ করেন।z দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁরা আজীবন কোনও উচ্চপদস্থ স্থানে কাজ করেন। যেমন সংস্থার বস, বা ম্যানেজার।কাজের ক্ষেত্রেও দেখা যায় তাঁরা সর্বদা টাকা পয়সা নিয়ে কাজ করেন।নামের শুরুতে z থাকা ব্যক্তিত্বরা , ব্যবসার ক্ষেত্রে খুবই উন্নতি করেন।বাস্তববোধ এঁদের চূড়ান্ত।সম্পত্তি কীভাবে বাড়ানো যায়, সেই চিন্তাভাবনাও এঁদের তুখোর।এঁদের সাহস, সৎভাবনা অনেক বেশি।এঁদের বিশ্বাস করা যায়, কারণ এঁরা বুদ্ধীদিপ্ত ও স্থির চিত্তের।যেকোনও রকমের ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে এরা সদা প্রস্তুত।নামের সামনে z থাকলে অনেক সময়ে দেখা যায় ব্যক্তিত্ব দার্শনিকবোধ নিয়ে চলেন। তাঁর কাছে জীবনের প্রাসঙ্গিকতা ও আবহ পুরো স্পষ্ট থাকে।যেকোনও কাজ এঁরা ঝাঁপিয়ে পড়ে করতে থাকেন।কোনও ভাবনা চিন্তা না করেই কাজে  ঝাঁপিয়ে পড়েন বলে,অনেক সময় সমস্যার সম্মুখীন হন এঁরা।আপনার কোনও পরিচিতর নামের আগে যদি z থাকে তাহল তাঁকে চোখ বুজে ভরসা করতে পারেন।যে ব্যক্তিদের নাম z দিয়ে তাঁরা বন্ধুদের সর্বদা সঠিক পরামর্শ দিয়ে থাকেন।তাঁরা খুবই ভালোবাসেন বন্ধুদের।কেউ কোনও সমস্যায় পড়লে, এই ধরণের ব্যক্তিত্বরা সেখান থেকে তাঁদের বার করতে পারেন,কারণ এঁরা খুব ভালোভাবে মানুষকে বোঝাত সক্ষম হন।এঁরা ভালো কাউন্সেলার। এঁরা যদি একবার কাউকে কথা দিয়ে থাকেন, তাহলে সে কথার খেলাফ কখনও করে না। তাঁরা কাউকে ভালোবেসে ফেললে, তাঁর জন্য সবকিছু করতে রাজি থাকেন।এঁরা খুবই বিশ্বাসযোগ্য হয়ে থাকেন। বন্ধুমহলে জনপ্রিয়। একা থাকতে একটুও পছন্দ করেন নাঅন্যকে সাহায্য করতে গিয়ে অনেক সময়ই আঘাত পেয়ে থাকেন। প্রতিশ্রুতিবদ্ধ।লোক দেখানো পছন্দ করেন না।গম্ভীর প্রকৃতির, কিন্তু স্পষ্টবক্তা।এই অক্ষর দিয়ে যাদের নাম, তারা কাউকে প্রতারিত করেন না। সোজা-সাপটা, কিন্তু বোকা নন। সহজে বোকা বানানো যায় না। সাফল্য পেতে পারেন, এমন কোনও কাজ করা থেকেই বিরত থাকেন না। শিক্ষা জগতে এরা উন্নতি লাভ করেন।অত্যন্ত রোমান্টিক৷ প্রেমিকাকে আগলে রাখাই আপনার জীবনের মূল লক্ষ্য৷আপনার নামের ইংরেজি বানানের প্রথম অক্ষর Z হলে আপনি সাত সংখ্যার লোক। সাত সংখ্যা নির্দেশ করে থাই, হিপ বা হিপজয়েন্ট, লিভার এবং ফুসফুসের কিছুটা। আপনাকে লক্ষ্য রাখতে হবে রক্ত যাতে বিশুদ্ধ থাকে। রক্ত দূষিত হলে এই সব শরীরের অংশ গুলি আক্রান্ত হবে। আপনাকে মনে রাখতে হবে ভ্রমণে, খেলাধূলায়, জন্ত-জানয়োয়ার থেকে দুর্ঘটনা হতে পারে।

COMMENTS

The Remedy Point is Registered under G.S.T

We Have 40+ Gold Medalist Astrologers and Energy Healers. In Order to Avoid Any Conflict or Disagreement in Remedy and Prediction, Every Horoscope is Analysed by Multiple Specialist Astrologers. So, The Analysis is Very Unlikely to be Wrong. We also Provide Very Powerful Online and Offline Attunement and Healing Session. Here, You can Get 160+ Types of Reiki (Healing Energy). Study Materials are Available in Both English and Bengali. Certificate will be Issued also after Completion of Any Course. The Products We Sell, will be 100% Genuine as Per Our Knowledge… That’s All.

Name

Astrology Services,5,Blog,40,Latest Offers,2,Meditation,1,New Arrivals,4,Product,3,Reiki Services,6,Slide,11,Spiritual Items,3,Top Selling,14,XYZ Services,11,
ltr
item
The Remedy Point: নামের আদ্যক্ষর কি বলে আপনার সম্পর্কে?
নামের আদ্যক্ষর কি বলে আপনার সম্পর্কে?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvthUt8n916gfcwKEdN5lYK2aPnvx8IS22qMj7r-Ouy8CApiUUObUx1KX7hp7phMKVtE5s9Q_2j8g2QQwAUBZUwmB7OVY0VG-1Mwf068za7MWXu32IPDXp8PkoiAQ68YVkm5H_R6UIL1o/s640/go.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvthUt8n916gfcwKEdN5lYK2aPnvx8IS22qMj7r-Ouy8CApiUUObUx1KX7hp7phMKVtE5s9Q_2j8g2QQwAUBZUwmB7OVY0VG-1Mwf068za7MWXu32IPDXp8PkoiAQ68YVkm5H_R6UIL1o/s72-c/go.jpg
The Remedy Point
https://www.theremedypoint.com/2019/04/blog-post.html
https://www.theremedypoint.com/
https://www.theremedypoint.com/
https://www.theremedypoint.com/2019/04/blog-post.html
true
8004912936233512012
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content