১। জন্ম সময় ভোর ৪টা থেকে ৬টা- এই সময়ে যাঁরা জন্মগ্রহণ করেছেন, তাঁরা সচরাচর সুগঠিত দেহের অধিকারী হয়ে থাকেন। আকস্মিক ভাবে
ভাগ্যোন্নতি হতে পারে।
২। জন্ম সময় সকাল ৬টা থেকে ৮টা- এই সময়ে যাঁরা জন্মেছেন বা জন্মাবেন, তাঁদের জীবন নানাবিধ
আশ্চর্য ঘটনা ঘটতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ না করলে বিপদে পড়তে পারেন। আয়ের
থেকে বেশি ব্যয় হতে পারে, অতএব মাঝে মাঝে ঋণগ্রস্ত হতে পারেন।তারা সচরাচর সুগঠিত
দেহের অধিকারী হয়ে থাকেন। জাতকের আকস্মিক ভাবে ভাগ্যোন্নতি হতে পারে।
৩। জন্ম সময় সকাল ৮টা থেকে ১০টা- এই সময়ে যারা জন্মেছেন বা জন্মাবেন, তাঁদের বন্ধু-বান্ধব জুটবে। খাওয়া-পরার তেমন ভাবনা নেই বললেই চলে। মোটামুটি
স্বচ্ছল অবস্থা থাকবে। তেমন পরিশ্রম না করেও ভাল উপার্জন করা সম্ভব হবে।তাদের জীবন
নানাবিধ আশ্চর্য ঘটনা ঘটতে পারে। জাতকের মাথা ঠান্ডা রেখে কাজ না করলে বিপদে পড়তে
পারেন। আয়ের থেকে বেশি ব্যয় হওয়ার সম্ভবনা, ফলে ঋণগ্রস্ত হতে পারেন।
৪। জন্ম সময় সকাল ১০টা থেকে ১২টা- এই সময়ে যাঁরা জন্মেছেন বা জন্মাবেন, তাঁদের পক্ষে উচ্চপদ লাভ
করা বা বিশেষ উন্নতি লাভ করা অসম্ভব নয়। পরিকল্পনা বা ইচ্ছা বাস্তবায়িত হতে
পারে।তাদের একাধিক বন্ধু-বান্ধব যোগ আছে। খাওয়া-পরার অভাব হবে না বললেই চলে। মোটামুটি সচ্ছল
অবস্থা থাকবে আজীবন। কঠোর পরিশ্রম না করেও ভাল উপার্জন করা সম্ভব।
৫। জন্ম সময় দুপুর ১২টা থেকে ২টা- এই সময়ে যাঁরা জন্মেছেন বা জন্মাবেন, তাঁদের জনপ্রিয়, খ্যাতিযুক্ত এবং ধনী হওয়া স্বাভাবিক। এই সময়ে জাত ব্যক্তি সচরাচর
দয়ালু, উদার এবং পরোপকারী হয়ে থাকেন, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে
যাদের জন্ম, তাঁরা অবশ্যই জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন।
৬। জন্ম সময় দুপুর ২টা থেকে বিকেল ৪টা- এই সময়ে যাঁরা জন্মেছেন বা জন্মাবেন, তাঁদের মাঝে মাঝেই আর্থিক সমস্যার কারণে বিব্রত হতে হবে। যৌন
সংক্রান্ত বিষয়ে অশান্তির সূত্রপাত হতে পারে, দূর্ঘটনা জনিত কারণে কষ্ট
ভোগেরও আশঙ্কা বিদ্যমান। আইনগত ঝামেলাও মাঝে মাঝে বিব্রত করে তুলবে।
৭। জন্ম সময় বিকেল ৪টা থেকে ৬ট এই সময়ে যাঁরা
জন্মেছেন বা জন্মাবেন,
বিয়ের পরই সচারচর তাঁদের জীবনে উল্লেখযোগ্য
পরিবর্তন ঘটবে। জনসংযোগ জাতীয় কর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনা। এ ধরনের জাতক জাতিকাকে
নিয়ে খবর তৈরি হওয়ারও বিশেষ সম্ভাবনা বিদ্যমান।তাদের পক্ষে উচ্চপদ লাভ করা বা
বিশেষ উন্নতি লাভ করা মোটেই অসম্ভব নয়। পরিকল্পনা বা ইচ্ছা বাস্তাবায়িত হতে পারে।
এসব জাতকেরা সব সময় বিপরীত লিঙ্গের ব্যক্তিকে তাদের ভাব দ্বারা দিয়ে আকর্ষিত করার
ক্ষমতা রাখে।
৮। জন্ম সময়
বিকেল ৬টা থেকে ৮টা- এই সময়ে যাঁরা জন্মেছেন বা জন্মাবেন,
তাঁরা তাদের অনুচর বা
অধস্তন ব্যক্তিবর্গ এবং বন্ধুবান্ধবদের ওপর অনেকাংশে নির্ভরশীল হবেন। অর্থাৎ এরা
নির্ভর করতে বাধ্য হবেন। জনসেবা বা সমাজসেবামূলক কর্মের প্রতি ঝোঁক থাকবে। এরা
অনেক দুঃখ, কষ্ট ও লাঞ্ছনা ভোগ করে পরিশেষে উন্নতিলাভে সক্ষম হয়ে থাকেন।
COMMENTS