ছাদে নোংরা জমালে বাস্তু দোষ
সৃষ্টি হয়। তার ফলে কী কী সমস্যা হয় জেনে নিন—
অমঙ্গল সৃষ্টি হয়– বাড়ির ছাদে যদি অকারণ আবর্জনা
জমিয়ে রাখা হয়, তা হলে
বাড়ির সদস্যদের অমঙ্গল তাড়িয়ে বেড়ায়। যার ফলে তাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে।
একাধিক ক্ষতি হতে থাকে।
পারিবারিক শান্তি ভঙ্গ হয়– পরিবারের মানুষরা কোনও ভাবেই সুখে
দিন কাটাতে পারেন না। অশান্তি লেগেই থাকে। এমনকি দাম্পত্য কলহেরও সৃষ্টি হয়।
অভাব অনটন– ছাদে আবর্জনা জমালে অভাব অনটন
পিছন ছাড়ে না। দিনে দিনে ঋণেও জড়িয়ে পড়তে পারেন।
কর্মক্ষেত্রে সমস্যা– বাড়ির ছাদে আবর্জনা জমানোর ফলে কর্মক্ষেত্রেও
নানা সমস্যা আসতে পারে। যথেষ্ট পরিশ্রম করা সত্ত্বেও তার ফল পাওয়া যায় না।
মানসিক অবসাদ– এর ফলে বাড়ির মানুষরা মানসিক
অবসাদগ্রস্ত হয়ে পড়েন।
লেখাপড়ায় অমনোযোগ– এ ক্ষেত্রে সন্তানরাও ভীষণ ভাবে
অমনোযোগী হয়ে পড়ে।
*** যদি ছাদে একান্ত কিছু রাখতেই হয়
তা হলে সুন্দর করে রাখতে হবে। ছড়িয়ে ছিটিয়ে নয়।
COMMENTS